উত্তরবঙ্গে দলীয় বৈঠকে অনুপস্থিত ৫ বিধায়ক, দল ভাঙনের সিঁদুরে মেঘ দেখছে বিজেপি শিবির

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে দল ভাঙ্গনের খেলা লেগেই রয়েছে। এবার সেই আঁচ উত্তরবঙ্গেও লাগতে পারে বলে আশঙ্কা করছে বিজেপি (bjp) শিবির। পূর্ব নির্ধারিত থাকা সত্ত্বেও বুধবার শিলিগুড়িতে (siliguri) বৈঠকে অনুপস্থিত ছিলেন পাহাড়ের ৭ বিধায়ক। যা নিয়ে দলবদলের জল্পনায় কিছুটা সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির।

এদিনের এই বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। কিন্তু সেখানে তাঁর জায়গায় নেতৃত্ব দেন অমিতাভ চক্রবর্তী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজু বিস্তা ও জন বার্লাও। তবে এই বৈঠকেই হাজির ছিলেন না উত্তরবঙ্গের ৫ বিধায়ক সহ মোট ৭ জন।

IMG 20210608 191258

অনুপস্থিতির তালিকায় নাম ছিল মালদহের গোপালচন্দ্র সাহার সঙ্গে সঙ্গে কুমারগ্রামের মনোজ ওঁরাও, বালুরঘাটের সত্যেন্দ্রনাথ রায় ও হবিবপুরের জোয়েল মুর্মুদের। আচমকাই দলীয় বৈঠকে বিধায়কদের অনুপস্থিতির ঘটনায় দলবদলের কিছুটা জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, বালুরঘাট আর গঙ্গারামপুরের বিধায়করা আগেই নিজেদের অনুপস্থিতির বিষয়ে জানিয়েছিলেন দলকে। আর স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ছিলেন বলে জানিয়েছিলেন জুয়েল মুর্মু। কিন্তু এদিনের বৈঠকে বাকিরা কেন অনুপস্থিতি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর একের পর এক ভাঙন ধরতে শুরু করেছে গেরুয়া শিবিরে। মুকুল রায়ের পর আরও দুই বিজেপি বিধায়ক নাম লিখিয়েছেন সবুজ শিবিরে। সম্প্রতি আবার গেরুয়া শিবির ছেড়ে সবুজ শিবিরে নাম লিখিয়েছেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। তারপর আবার উত্তরবঙ্গে দলীয় বৈঠকে বিধায়কদের অনুপস্থিতিতে দলবদলের জল্পনা আরও জোরালো হচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর