১২ বছর পর বিশ্বকাপ জিততে ভারতের ভরসা এই ৫ তারকা! প্রত্যেককেই তৈরি করেছেন ধোনি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১২ বছর পর ফের একবার ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup)। শেষবার যখন এই টুর্নামেন্ট ভারতে আয়োজিত হয়েছিল তখন ২৮ বছরের খরা কাটিয়ে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপের ট্রফি জিতে নিয়েছিল। এবারও সেই একই ঘটনা ঘটবে, নাকি গত তিন বিশ্বকাপ ধরে আয়োজকদের বিশ্বজয়ের ধারায় ছেদ ঘটবে সেটা অবশ্য সময় বলবে। কিন্তু একটা ব্যাপার প্রত্যেকেই স্বীকার করবেন, সেটা হচ্ছে ধোনির হাতে তৈরি পাঁচ ক্রিকেটার এই সময় ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে। একে একে দেখে নেওয়া যাক এই পাঁচ ক্রিকেটের কারা।

ishan kohli

১. বিরাট কোহলি: এই প্রজন্মের সেরা ভারতীয় ব্যাটার। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ উইনারদের মধ্যে একজন। বর্তমানে তিনি আগের মতো ধারাবাহিক ছন্দ না দেখাতে পারলেও তিনি যে ভারতের মাটিতে যে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে বিপজ্জনক হয়ে উঠতে পারেন সেটা সকলেই জানেন। ধোনির নেতৃত্বেই নিজের কেরিয়ারের পূর্ণবিকাশ ঘটিয়েছিলেন কোহলি। এই বিশ্বকাপেও তিনি ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা।

rohit century

২. রোহিত শর্মা: বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক, কিন্তু একসময় তাকে ভারতীয় দলে আর সুযোগ দেওয়া উচিত কিনা সেই নিয়েই প্রশ্ন উঠতো। কিন্তু ধনী তাকে ক্রমাগত সুযোগ দিয়েছেন এবং তিনি সেই ভর্সার মানা রেখেছেন এবং আজও ভারতীয় দলের অন্যতম বড় ভরসা তিনি।

kuldeepp

৩. কুলদীপ যাদব: ভারতীয় দলের এই চায়নাম্যান স্পিনারকে খেলতে গিয়ে বিপাকে পড়েন বিশ্বের প্রায় সকল ব্যাটার। যে কোনও মুহূর্তে যে কোনও ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরানোর ক্ষমতা রাখা এই বোলার কোহলির অধিনায়কত্ব বেশি ম্যাচ খেললেও যখন ধোনি দলে ছিলেন তখন তার টিপস কাজে লাগিয়ে নিজেকে আরও ধারালো করেছেন। উপমহাদেশের উইকেটে তিনি যে ভারতের জন্য কত বড় অস্ত্র হয়ে উঠতে পারেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

ravindra jadeja

৪. রবীন্দ্র জাদেজা: এই তারকা অলরাউন্ডারে ধোনির পরামর্শ ও টিপস কাজে লাগিয়ে দিনের পর দিন নিজেকে আরও ধারালো করেছেন। বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন রবীন্দ্র জাদেজা ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচ জেতাতে সক্ষম। তিনি ভারতীয় দলের একজন সম্পদ।

shami ignored

৫. মহম্মদ শামি: একসময় ফর্মে থাকা অশোক দিন্দাকে বসিয়ে শামিকে নিয়মিতভাবে সুযোগ দিয়েছিলেন ধোনি। দিন্দার সাথে অন্যায় হয়েছে সেই কথাটা যেমন ঠিক, তেমনি এই কথাটাও ঠিক যে ভারতীয় দল একজন ম্যাচ উইনার পেসারকে পেয়েছে শামির মধ্যে দিয়ে। গত বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও তিনি নিজের সেরা ছন্দে থাকবেন এমনটা আশা করছে ক্রিকেটপ্রেমীরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর