চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, রাজ্যের স্কুলে গ্রূপ-ডি কর্মী নিয়োগ! বেতন শুরু ১৯ হাজার থেকে

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) একটি প্রসিদ্ধ সংস্থা হল রামকৃষ্ণ মিশন (Ramkrishna Mission)। গোটা বাংলায় রামকৃষ্ণ মিশন বিদ্যালয়গুলির পঠন পাঠনের খ্যাতি সর্বজন গ্রাহ্য। এই স্কুলে পড়াশোনা করতে কে না চায়। আর যদি পড়ানোর সুযোগ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। সম্প্রতি রামকৃষ্ণ মিশন রহড়ার পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোন ভারতীয় নাগরিকই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন জেনে নিন বিস্তারিত।

পদের নাম : Group D (Lab Attendant)

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : যেকোন স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : মাসিক বেতন ১৯,০০০ টাকা।

বয়সসীমা : ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যে কেউ এই পদের আবেদন করতে পারবেন।

পদের নাম : Assistant Teacher (Male)।

মোট শূন্যপদ : এই পদের জন্য ২ টি পদ খালি রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক হতে হবে। তাছাড়া B.Ed ট্রেনিং প্রাপ্ত চাকরিপ্রার্থীরা অগ্রাধিকার পাবে এখানে।

মাসিক বেতন : এই পোস্টের জন্য প্রতিমাসে ৩৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা : এই পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি : জানিয়ে দিই, এই পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল সাইটে দেওয়া আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এরপর তার সাথে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র কটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদন ফি : অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এককালীন ৫০০ টাকা দিয়ে আবেদন করতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এককালীন ৪০০ টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Ramakrishna Mission Boys’ Home High School (H.S), Rahara।
P.O. + P.S – Rahara।
S.D – Barrackpore, Dist.- North 24 Parganas।
Kolkata – 700118, Phone No. (033) 2523-6969।
Email- rkmhighschoolrahara@gmail.com।

নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এর জন্য যেসব তথ্য প্রয়োজন তা অফিশিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবেন।

আবেদনের শেষ তারিখ : আগমী ২২ আগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর