তালিকায় দুই ভারতীয়, আইসিসি ফাইনালে সর্বাধিক রান করা ৫ অধিনায়ক কারা?

প্রত্যেক অধিনায়কের স্বপ্ন তাঁর দেশের হয়ে আইসিসি ইভেন্ট (ICC Finals) জেতা। নিজের অধিনায়কত্বে তিনি তাঁর দলকে চ্যাম্পিয়ন করতে চান। ফাইনাল ম্যাচে অধিনায়কদের ওপর দ্বিগুণ চাপ থাকে। নিজের খেলায় ভালো পারফরম্যান্সের পাশাপাশি এক অধিনায়ককে দলের যত্নও নিতে হয়। অনেক সময় নিজেদের পারফরম্যান্সও এতে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু, শীর্ষ-৫ খেলোয়াড়দের সম্পর্কে জানেন কি যারা অধিনায়ক হিসাবে আইসিসি ফাইনালে (ICC Finals) সবচেয়ে বেশি রান করেছেন? জানুন বিস্তারিত।

অধিনায়ক হিসেবে আইসিসি ইভেন্টের ফাইনালে সবচেয়ে বেশি রান করেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড ওডিআই ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও খেলেছে। তালিকায় দ্বিতীয় রিকি পন্টিং। তাঁকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া পরপর দুটি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে। ২০০৩ সালের ফাইনালে ভারতের বিপক্ষে পন্টিং ১৪০ রানের একটি ইনিংস খেলেছিলেন।

   

ICC Finals

প্রত্যেক অধিনায়কের স্বপ্ন তাঁর দেশের হয়ে আইসিসি ইভেন্ট (ICC Finals) জেতা

অধিনায়ক হিসেবে আইসিসি ইভেন্টের ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রাহক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর নেতৃত্বে ভারত ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। এছাড়া তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের ম্যাচও খেলেছে দলটি। তালিকায় চতুর্থ ক্লাইভ লয়েড। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুটি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। তৃতীয়টিতেও এই দল ফাইনালে উঠেছিল, যেখানে ভারতের কাছে হেরে গিয়েছিল। আইসিসি ইভেন্টের ফাইনালে লয়েড মোট ১২৩ রান করেছিলেন।

এই তালিকায় রয়েছেন ভারতীয় পুরুষ দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মাও। রোহিতের নেতৃত্বে ভারতীয় দল এক বছরের মধ্যে তিন ফরম্যাটেরই আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে এবংভারত টি-২০ বিশ্বকাপও জিতেছে। এই তিনটি ফাইনালে রোহিতের ব্যাট থেকে মোট ১১৪ রান এসেছে।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর