উদ্বোধনী ম্যাচে হল ৫ টি বিরাট রেকর্ড, ইতিহাস লিখলেন হর্ষল প্যাটেল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে আরসিবি। এই ম্যাচেই হয়ে গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড। আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত রেকর্ড গুলি:

1) এই ম্যাচে একসাথে তিনজন ক্রিকেটারের আইপিএল অভিষেক ঘটলো। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক ঘটলো মার্কো জনসন অপরদিকে আরসিবির জার্সিতে অভিষেক ঘটেছে রজিত পাতিদার এবং কায়লি জেমিসনের।

2) গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছে হর্ষল প্যাটেল। এরই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার হলেন হর্ষল প্যাটেল।

3) এই নিয়ে অষ্টম বার নিজেদের প্রথম ম্যাচে হারলো মুম্বাই ইন্ডিয়ান্স।

4) এই ম্যাচে চার ওভার বল করে মাত্র 27 রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নিয়েছে হর্ষল প্যাটেল। এটি হর্ষল প্যাটেলের আইপিএল কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট।

5) 2013 সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারে নি।

X