‘গ্যাস সিলিন্ডার থেকে ATM এ টাকা বের করা’- ১ লা ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে ৫ টি নিয়ম

বাংলাহান্ট ডেস্কঃ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman), আজ অর্থাৎ ১ লা ফেব্রুয়ারী (february) এই দশকের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তার আগেই বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছিল, যা আজ থেকেই কার্যকর হতে চলেছে।

কেন্দ্রীয় বাজেট পেশঃ আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে এই দশকের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছিলেন, এবারের বাজেটে সম্প্রসারণ ঘটতে চলেছে বিগত কয়েক মাসে যেসকল আর্থিক সংস্কার করা হয়েছিল, সেগুলোর।

bbckk

এটিএম মারফত টাকা তোলার নিয়ম পরিবর্তনঃ ATM প্রতারণার বিষয়টা মাথায় রেখে নতুন মাসের শুরু থেকেই ATM থেকে টাকা তোলার নিয়মে বিশেষ বদল আনতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ইএমভি ছাড়া অন্যান্য এটিএম যন্ত্র থেকে কমিয়ে দেওয়া হবে আর্থিক ও অন্যান্য লেনদেনের হার, এমনটা জানিয়েছে দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক।

ই-কেটারিং পরিষেবা চালুঃ ১ লা ফেব্রুয়ারী থেকেই নির্দিষ্ট কয়েকটি স্টেশনে ই-কেটারিং পরিষেবা আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইআরসিটিসি। করোনা আবহের মধ্যে বন্ধ হওয়ার পর প্রথম দফায় দেশের মোট ৬২ টি স্টেশনে এই পরিষেবা চালু করা হচ্ছে।

cinema hall 1

কোভিড-১৯-র নতুন নির্দেশিকাঃ নিউ নর্মালে সবকিছু যখন স্বাভাবিকের দিকে এগোচ্ছে, তখন ১ লা ফেব্রুয়ারী থেকে বেশ কিছু নতুন কোভিড নির্দেশিকা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। যেমন- সিনেমা হল এবং প্রেক্ষাগৃহ ১০০ শতাংশ আসন চালু করার ছাড়পত্র পেয়েছে, খোলা যাবে সুইমিং পুলও। সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক উড়ান পরিষেবার পরিসর বৃদ্ধির জন্যও।

গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণঃ চলতি বছর জানুয়ারি মাসে সিলিন্ডারের দামের পরিবর্তন করা হয়নি। সাধারণত প্রতি মাসের শুরুতেই অর্থাৎ ১ তারিখেই এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। স্বাভাবিকভাবেই,জ্বালানি সংস্থাগুলি আজ অর্থাৎ সোমবারই সিলিন্ডারের দাম সংস্কার করবে বলে জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর