আজ থেকে বদলে যাচ্ছে এই ৫ টি নিয়ম, জেনেনিন নাহলে পড়তে পারেন সমস্যায়

বাংলাহান্ট ডেস্কঃ নতুন মাস শুরু হতেই শুরু হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম। যা না জানা থাকলে, সমস্যায় পড়তে পারেন আপনিও। ব্যাঙ্কের নিয়ম থেকে শুরু করে, ট্রেনের সময়সূচী বদলে যাচ্ছে একাধিক নিয়ম।

জেনে নিন-
ব্যাঙ্ক অফ বরোদাতে টাকা জমা ও তোলার জন্য বদলে যাচ্ছে নিয়ম। একটি সীমার বাইরে টাকা তোলা এবং জমা করার জন্য চার্জ দিতে হবে গ্রাহককে। সেইসঙ্গে লোনের জন্য ১৫০ টাকা চার্জ দিতে হবে। ডিপোজিটের ক্ষেত্রে মাসে তিনবারের বেশি হলে, ৪০ টাকা চার্জ কাটা হবে। তবে জন ধন অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে জমা নয়, তিনবারের বেশি টাকা তুললে ১০০ টাকা চার্জ দিতে হবে।

5b14a00c bc5d 11eb b216 e6a0e76379df 1623059328384 1623059346131

রাজধানী দিল্লীতে ১ লা নভেম্বর থেকেই খুলে যাচ্ছে স্কুল। যদি কোন ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত হতে না পারেন, তাহলে তাঁর জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করার কথা বলেছেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।

১ লা নভেম্বর থেকে বদলে যাচ্ছে ট্রেনের সময় তালিকাও। ৩০ টি রাজধানী ট্রেন, ১৩০০০ প্যাসেঞ্জার ট্রেন এবং ৭০০০ টি মালগাড়ির ক্ষেত্রে বদলে যাচ্ছে সময়।

বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। গৃহস্থের রান্নার গ্যাসের দাম না বাড়লেও, ২৬৫ টাকা বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। সেইসঙ্গে ডেলিভারি বয় বাড়িতে এলে, আপনার মোবাইলে আসা একটি OTP তাঁকে দিতে হবে। তবেই আপনি সিলিন্ডার পাবেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর