৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা! কবে কোথায় ভোট? ফলাফল কবে? দেখুন তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা লোকসভা নির্বাচন। বেজে গিয়েছে ভোটের দামামা। আর এরই মধ্যে আজ একজোটে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের (5 State Assembly Election Dates) ঘোষণা তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)

মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা এই ৫ রাজ্যেই কিছুদিনের মধ্যে বিধানসভা নির্বাচন। সোমবার ভোটের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ৭ নভেম্বর থেকে শুরু হবে ভোটগ্রহণ। শেষ হবে ৩০ নভেম্বর। অন্যদিকে ৫ রাজ্যেই ভোটগণনা ও ফলাফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।

একনজরে ভোটের দিনক্ষণ :

মিজোরাম : ৭ নভেম্বর

ছত্তিশগড় : ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর

মধ্যপ্রদেশ : ১৭ নভেম্বর

রাজস্থান : ২৩ নভেম্বর

তেলঙ্গানা : ৩০ নভেম্বর

৫ রাজ্য মিলিয়ে মোট ৬৭৯ বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ১৬.১ কোটি। এর মধ্যে মধ্যপ্রদেশে ২৩০টি, রাজস্থানের ২০০টি, তেলাঙ্গানায় ১১৯টি, ছত্তিশগড়ে ৯০টি এবং মিজোরামের ৪০টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: এই প্রথম পুর নিয়োগ দুর্নীতিতে BJP বিধায়কের বাড়িতে CBI, অভিষেকের এলাকাতেও পৌঁছে গেল টিম

পাঁচ রাজ্যে লোকসভা আসন ৮৩টি। যার মধ্যে মধ্যে মধ্যপ্রদেশে ২৯টি, রাজস্থানে ২৫টি, তেলঙ্গানায় ১৭ টি, ছত্তিশগড় ১১, মিজোরামে ১টি লোকসভা আসন রয়েছে। পাঁচ রাজ্যের মধ্যে মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হবে ১৭ ডিসেম্বর। বাকি ৪ রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হবে জানুয়ারিতে।

old people in india voter list

এই ৫ রাজ্যের মধ্যে কংগ্রেস ক্ষমতায় আছে ২ রাজ্য রাজস্থান ও ছত্তিশগড়ে। বিজেপি সরকার রয়েছে মধ্যপ্রদেশে। তেলাঙ্গানায় ক্ষমতা রয়েছে কেসিআর-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতির হাতে। মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের সরকার ক্ষমতায় রয়েছে।

২০২৪ এ লোকসভা নির্বাচন! মাস কয়েকের অপেক্ষা। তার আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যে এককথায় সেমিফাইনাল সেই বিষয়ে কোনও দ্বিমত নেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর