পাইস হোটেল ছেড়ে এবার সিনেমার পর্দায়! নন্দিনী দিদির ভিডিও দেখে অবাক ভক্তরা

বাংলা হান্ট ডেস্ক : আজকের দিনের সোশ্যাল মিডিয়া (Social Media) সেনশেসন হলেন ডালহৌসির অফিস পাড়ার নন্দিনী দিদি (Nandini Didi)। ইউটিউবের দৌলতে আজ তিনি ঘরে ঘরে পরিচিত। মোটামুটি সকলেই জানে তার সংগ্রামের গল্প। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে দীর্ঘদিনের প্রেমিকের সাথে ঘর বাঁধতেও শুরু করবেন তিনি। আর এবার খবর, নন্দিনী নাকি সিনেমায় (Movie) নাম লেখাচ্ছেন।

ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করলেও ভাগ্যের ফেরে শুরু করেছেন পাইস হোটেলের ব্যবসা। শোনা যাচ্ছে ডালহৌসির ফুটপাথ ছেড়ে খুব শীঘ্রই নাকি তার দুটো নতুন আউটলেটও খুলতে চলেছে। যদিও এই নন্দিনীর প্রতি সহমর্মিতার বদলে বিরক্তিই বেশি ঝলকে পড়ে নেটিজনদের মুখে। কেউ কেউ তাকে পছন্দ করলেও, অনেকেই তাকে নিয়ে বিরূপ মন্তব্য করে থাকেন।

যদিও এসবে খুব একটা যায় আসেনা অফিসপাড়ার নন্দিনীর। তিনি তো তার ব্যবসা নিয়েই খুশি। এবং নিজের কেরিয়ার তৈরি করার জন্য যতটা পরিশ্রম করতে হয় সেটা তিনি করতে রাজি। এই যেমন কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই তার হোটেলের দুটি নতুন শাখা খুলতে চলেছেন। যার একটি হবে সাউথ কলকাতায় এবং অন্যটি হবে নিউ টাউনে।

আরও পড়ুন : ম্যাডাম ডোনা নিয়ে যান পার্লারে, মা মাখিয়ে দেয় বেসন! ফাঁস হল সৌরভের ফিটনেস রহস্য

তবে এখানেই চমকের শেষ নয়, গত শনিবারই একটি লাইভ শো করেন নন্দিনী। এইদিন তার সাথে ছিলেন রাজা সাহা। দুজনে মিলে একগুচ্ছ কাগজ হাতে এই লাইভ করেন তারা। সেখানে তিনি বলেন, খুব শীঘ্রই বড় চমক নিয়ে আসছেন তারা। এরপরেই ভাইরাল দিদি নন্দিনী বলেন, ‘আজ একটা চরিত্রের কথা বলব। নন্দিনী নয়, সে নিলাক্ষী।’

আরও পড়ুন : ‘চাই না ওর সিনেমা কেউ দেখুক’, শাহরুখের ব্যর্থতার প্রার্থনা গৌরীর! অশান্তির আঁচ খান পরিবারে

 

View this post on Instagram

 

A post shared by Raj Saha (@rajsahaofficial)

 

এরপর রাজা বলে ওঠেন, ‘নিলাক্ষী লিখতে ভালোবাসে। সত্যিটাকে তুলে ধরতে ভালবাসে নিজের লেখায়।’ এমনকি এরপরেই তিনি নিলাক্ষীর সাথে তুলনা করেন ব্যোমকেশের অজিত ও ফেলুদার জটায়ুর সঙ্গে। আর এখান থেকেই অনুরাগীদের ধারণা, খুব শীঘ্রই হয়ত সিনেমার পর্দায় দেখা যাবে নন্দিনীকে। যদিও বিষয়টা নিয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি। চাই ঠিক কী হতে চলেছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর