একটি রাজ্য হাতছাড়া হতে চলেছে বিজেপির, পাঞ্জাবে কংগ্রেস ফেল! বড় তথ্য বুথ ফেরত সমীক্ষায়

বাংলা হান্ট ডেস্কঃ আজই শেষ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ও পাঞ্জাবে এবার হাড্ডাহাড্ডি লড়াই। তবে সবার সবথেকে বেশি নজর উত্তর প্রদেশের দিকেই। বাকি চার রাজ্যের নির্বাচন মিটে গেলেও উত্তর প্রদেশে আজ শেষ দফার নির্বাচন সম্পন্ন হয়েছে।

উত্তর প্রদেশে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। এছাড়াও গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরেও বিজেপির শাসন রয়েছে। শুধুমাত্র পাঞ্জাবেই রয়েছে কংগ্রেস শাসন। তবে, নির্বাচনের আগে পাঞ্জাব কংগ্রেসে ব্যাপক ভাঙন দেখা যায়। এমনকি ক্যাপ্টেন অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকেও হটানো হয়। এরপর তিনি নিজের নতুন দল ঘোষণা করেন।

অন্যদিকে উত্তর প্রদেশে একদিকে যেমন বিজেপি নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া। তেমনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব পুনরায় রাজ্য দখলের স্বপ্ন দেখছেন। বিভিন্ন ওপিনিয়ন পোলের সমীক্ষা অনুযায়ী এবারের নির্বাচনে সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে ভালো ফল করলেও ক্ষমতা থেকে দূরে থাকবে। অন্যদিকে, যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি উত্তর প্রদেশে ক্ষমতা ধরে রাখবে।

বাকি রাজ্যগুলোর মধ্যে গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরে বিজেপির সরকার হবে বলে দেখানো হয়েছিল ওপিনিয়ন পোলে। শুধুমাত্র পাঞ্জাবেই বিজেপি হারছে বলে দেখানো হয়েছে। তবে, সেখানে বিজেপি হারলেও কংগ্রেস ক্ষমতায় ফিরছে না। সেখানে অরবিন্দ কেজরীবালের দল আম আদমি পার্টি সবথেকে বড় দল হয়ে উঠে আসতে পারে বলে দেখানো হয়েছিল সমীক্ষায়।

এবার দেখে নেওয়া যাক বুথ ফেরত সমীক্ষা কী বলছে? কোন রাজ্যে কার সরকার গঠন হবে? তবে বলে দিই, বুথ ফের সমীক্ষা আর আসল ফলাফলের মধ্যে অনেক ফারাক থাকে। তবে বেশীরভাগ ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষা মিলেও যায়। তবে মিলুক আর না মিলুক এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে শাসক-বিরোধী দুই দলের মধ্যেই চরম উদ্দীপনা থাকে।

MATRIZE POLL-র সমীক্ষা অনুযায়ী, উত্তর প্রদেশে বিজেপি ২৬২ থেকে ২৭৭টি আসন পেতে পারে। অন্যদিকে সমাজবাদী পার্টি পেতে পারে ১১৯ থেকে ১৩৪টি আসন।

P-MARQ-র সমীক্ষা অনুযায়ী, উত্তর প্রদেশে বিজেপি ২৪০টি আসন পেতে পারে। অন্যদিকে সমাজবাদী পার্টি পেতে পারে ১৪০টি আসন। বহুজন সমাজ পার্টি পেতে পারে ১৭টি আসন ও কংগ্রেস পেতে পারে ৪টি আসন।

TIMES NOW VETO-র সমীক্ষা অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপি পেতে পারে ৩৭টি আসন। কংগ্রেস ৩১টি ও আম আদমি পার্টি ১টি আসন।

JAN KI BAAT-র সমীক্ষা অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপি পেতে পারে ৩২ থেকে ৪১টি আসন। কংগ্রেস ২৭ থেকে ৩৫টি ও আম আদমি পার্টি ১টি আসন।

P-MARQ-র সমীক্ষা অনুযায়ী, মণিপুরে বিজেপি পেতে পারে ২৭ থেকে ৩১টি আসন। কংগ্রেস পেতে পারে ১১ থেকে ১৭টি আসন। আঞ্চলিক দল NPP পেতে পারে ৬ থেকে ১০টি আসন।

Jan Ki Baat-র সমীক্ষা অনুযায়ী, গোয়ায় বিজেপি পেতে পারে ১৩ থেকে ১৯টি আসন। কংগ্রেস পেতে পারে ১৪ থেকে ১৯টি আসন। আম আদমি পার্টি ১ থেকে ২টি আসন।

AXIS MY INDIA-র সমীক্ষা অনুযায়ী, পাঞ্জাবে কংগ্রেস পেতে পারে ১৯ থেকে ৩১টি আসন। আম আদমি পার্টি পেতে পারে ৭৬ থেকে ৯০টি। শিরোমণি আকালি দল পেতে পারে ৭ থেকে ১১টি। বিজেপি পেতে পারে ১ থেকে ৪টি।

ETG RESEARCH-র সমীক্ষা অনুযায়ী, পাঞ্জাবে কংগ্রেস পেতে পারে ২৩ থেকে ২৭টি আসন। আম আদমি পার্টি পেতে পারে ৭০ থেকে ৭৫টি। শিরোমণি আকালি দল পেতে পারে ৭ থেকে ১৩টি। বিজেপি পেতে পারে ৩ থেকে ৭টি।

Koushik Dutta

সম্পর্কিত খবর