১৫ অ্যাম্বুলেন্সের পর এবার রক্তদান! শুভেন্দুর নির্দেশে বালাসোরে গিয়ে রক্ত দিলেন অনুগামীরা

বাংলা হান্ট ডেস্ক : ফের মানবিক রূপ দেখালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল রাতেই বালাসোর ট্রেন দুর্ঘটনায় আহতদের হাসপাতাল পরিবহনের জন্য ১৫ টি অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ তাঁর নির্দেশেই তাঁর ৫০ জন অনুগামী বালাসোরে রক্তদান করল।

ওড়িশার মর্মান্তিক রেল দুর্ঘটনায় বারবার মানবিক রূপে ধরা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার নির্দেশে তাঁর ৫০ জন সোশ্যাল মিডিয়া অনুগামী আজ বালাসোরে গিয়ে স্বেচ্ছায় রক্তদান করে এসেছেন। তাঁদের দাবি রক্তের অভাবে কারুর চিকিৎসায় যেন প্রভাব, এটাই প্রধান লক্ষ্য তাঁদের।

ওডিশার বালেশ্বরের বাহানাগা ষ্টেশনের কাছে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন (Coromandel Train Accident)। তবে শুধুমাত্র মাত্র করমণ্ডল এক্সপ্রেস নয়, সেখানে একই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া বেঙ্গালুরু যশবন্তপুর এক্সপ্রেসও। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় অন্তত ২৬০ জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১০০০ জন-এরও বেশি। এই দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে মানবিক রূপ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দশটি অ্যাম্বুলেন্স নিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কার্যে।

suvendu

নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই খবর জানিয়ে শুভেন্দু লেখেন, ‘করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনার খবরে আমি উদ্বিগ্ন। রেল দফতরের আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। রেল দফতরের সঙ্গে ওড়িশা সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সম্মিলিত ভাবে এই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করছেন। ২০ জন স্বয়ংসেবক এর একটি মেডিক্যাল টিম দুর্ঘটনাস্থলে সাহায্যের জন্য রয়েছেন। রেল দফতর বেশ কয়েকটি হেল্পলাইন নম্বরও চালু করেছে।

রাজ্যের বিরোধী দলনেতা আরও লেখেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে, করমন্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। বহু মানুষ আহত হয়েছেন। এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে উদ্ধার কাজে সহযোগিতা করতে ১০টি অ্যাম্বুলেন্স বালেশ্বরের ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করার ব্যবস্থা করেছি।’

এখানেই শেষ নয়। প্রয়োজন বুঝে আরও ৫টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন নন্দগ্রামের বিধায়ক। এই খবর জানিয়ে তিনি লেখেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে, করমন্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বহু মানুষ আহত হয়েছেন। এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে উদ্ধার কাজে সহযোগিতা করতে আরো ৫ টি অ্যাম্বুলেন্স বালেশ্বরের ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করার ব্যবস্থা করেছি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর