বাংলা হান্ট ডেস্কঃ ফের খাস কলকাতায় (Kolkata) ‘কুবেরের ধনের’ হদিশ! কলকাতা পুলিশের (Calcutta Police) গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, বুধবার বিকেলে ওই টাকার সন্ধান পান তাঁরা। খবর পাওয়া মাত্রই গণেশ চন্দ্র অ্যাভিনিউতে (Ganesh Chandra Avenue) গিয়ে ফাঁদ পেতে রাখেন গোয়েন্দা আধিকারিকরা। এরপরই ৫০ লক্ষ টাকা সহ ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। মাত্র ১৫ দিনের ব্যবধানে ফের শহর থেকে টাকা উদ্ধারের ঘটনা। কোথা থেকে আসছে এত পরিমান টাকা? দানা বাঁধছে রহস্য।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই যুবকের নাম অমিত কুমার দে এবং রাজেশ মল্লিক। তাঁদের মধ্যে একজন কলকাতা ও অপরজন দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বাসিন্দা। কলকাতা পুলিশের গোয়েন্দাদের দল যুবকদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা হিসেব করে দেখেন সেখানে মোট ৫০ লক্ষ টাকা রয়েছে। এত পরিমান টাকার উৎস কি! সেই টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন! এসব প্রশ্নের কোনো সদুত্তর না পাওয়ায় ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, গোয়েন্দাদের ধারণা, বউবাজার বা বড়বাজারের হাওলা গদি থেকে এই বিপুল পরিমান টাকা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রসঙ্গত, এই প্রথম নয়, আগের মাসেও কলকাতা থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। একদিকে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। অন্যদিকে তার আগেই দুদিন পর পর টাকা উদ্ধারের এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। কপালে ভাঁজ পড়েছে পুলিশেরও।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং এসটিএফের যৌথ অভিযানে এমজি রোড এবং রবীন্দ্র সরণী এলাকা থেকে প্রায় ৫৬ লক্ষ টাকা উদ্ধার করেছিল কলকাতা পুলিশ। এরপর ৯ জানুয়ারি স্ট্র্যান্ড রোডে ৪৩ লক্ষ টাকা সহ গ্রেফতার করা হয় ৩ জনকে। আর এদিন ফের একবার নগদ ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার আরও দুই।