বাংলাহান্ট ডেস্ক : ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদী দমন অভিযান অব্যাহত। মাওবাদী অধ্যুষিত এই এলাকায় সম্প্রতি বড়সড় সাফল্য পেয়েছে রাজ্য সরকার। টানটান অ্যাকশনে খতম হয়েছে ১৬ জন মাওবাদী। এবার বিজাপুর জেলায় আত্মসমর্পণ করল ৫০ জন মাওবাদী। ছত্তিশগড়ে (Chhattisgarh) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কয়েক ঘন্টা আগে এই ঘটনাকে বড় সাফল্য হিসেবেই দেখছে সরকার।
ছত্তিশগড়ে (Chhattisgarh) আত্মসমর্পণ ৫০ মাওবাদীর
রবিবার সিআরপিএফ এর ঊর্দ্ধতন কর্তাদের সামনে আত্মসমর্পণ করে ৫০ জন নকশালপন্থী। এর মধ্যে ৬ জনের মাথার দাম ৮ লক্ষ টাকা করে। ৩ জনের মাথার দাম ৫ লক্ষ টাকা করে আর আরো ৫ জনের মাথার দাম ১ লক্ষ টাকা করে। মোট ১৪ জনের মাথার দাম ৫০ লক্ষ টাকা।
কেন আত্মসমর্পণ করল তারা: জানা গিয়েছে, আত্মসমর্পণ করে এই মাওবাদীরা অভিযোগ করেছেন, গ্রামের আদিবাসীদের শোষণ করত তাদের শীর্ষ নেতারা। অমানবিক মাওবাদী রাজনীতির সমালোচনার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রশাসনকে বাহবা দিয়েছে তারা।
আরো পড়ুন : ছিঃ! জঙ্গি নিধন করতে গিয়ে নির্বিচারে হত্যা নিরীহদের, পাকিস্তান যা করল….
সম্প্রতি অভিযানে নিকেশ মাওবাদী: গত শনিবারই ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমার পাশাপাশি বস্তারেও ডিআরজি এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে নিহত হয় ১১ জন মহিলা সহ মোট ১৮ জন নকশালপন্থী। তবে একদিকে যেমন মাওবাদীদের প্রতি চরমপন্থী মনোভাব দেখিয়ে কড়া অ্যাকশনে তাদের নিকেশ করছে নিরাপত্তা বাহিনী। তেমনি আবার আরেকটি পথ খোলা রেখে তাদের আত্মসমর্পণের সুযোগও দেওয়া হচ্ছে।
আরো পড়ুন : ২১ দিন আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভয়াবহ ভূমিকম্পের! ভারতের এই তরুণ জ্যোতিষীকে চেনেন?
যে মাওবাদীরা আত্মসমর্পণ করবেন, তাদের পুনর্বাসন, চাকরি, আইনি সুরক্ষার সঙ্গে আর্থিক পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছেন ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় কমিটি, পলিটব্যুরো সদস্যরা পাবেন এককালীন ৫ লক্ষ টাকা। পাশাপাশি যারা লাইট মেশিনগান সমর্পণ করবেন তারাও পাবেন ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। মাওবাদী দলের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করলে আর্থিক পুরস্কারের অঙ্ক বেড়ে হবে দ্বিগুণ।