তলানিতে বিদ্যুৎএর চাহিদা , লকডাউনে ভারতের বাতাসে ক্ষতিকর নাইট্রোজেন অক্সাইডের পরিমান কমেছে ৫০ শতাংশ

বাংলাহান্ট ডেস্কঃ নাসার একটি উপগ্রহ চিত্র জানিয়েছিল, ২০ বছর পর ভারতের(india) বায়ুদূষণ কমেছে। যার প্রধান কারণ অবশ্যই লকডাউন, পাশাপাশি বৃষ্টিপাতের কারনে ভারতের বাতাসে ভাসমান এরোসেল এতখানি কমেছে যে ভারতের আকাশ ২০ বছর আগের মত নির্মল হয়েছে। এবার কোপারনিকাস সেন্টিনেল -৫ পি উপগ্রহের ডেটা ব্যবহার করে নির্মিত উপগ্রহ মানচিত্রগুলি বিশ্লেষণ করে জানা যাচ্ছে 24 শে মার্চ 2020 থেকে 20 এপ্রিল 2020 পর্যন্ত ভারতে গড়ে নাইট্রোজেন ডাই অক্সাইডের ঘনত্বের ৫০ শতাংশ কমেছে।

PicsArt 04 23 02.12.39

ইএসএর কোপার্নিকাস সেন্টিনেল -৫ পি মিশন ম্যানেজার ক্লজ জেহনারের মতে, ” আমাদের বিশ্লেষণে দেখা যায় যে এই গুচ্ছগুলি চলমান বিদ্যুৎকেন্দ্রগুলির অবস্থানের সাথে সরাসরি যুক্ত রয়েছে। ভারতের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র, বিন্ধ্যাচল সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্র, গত বছরের একই সময়ের তুলনায় মাত্র 15% হ্রাস পেয়েছে। ”

নাইট্রোজেন ডাই অক্সাইড বায়ুদূষণের অন্যতম প্রধান কারন। যা সাধারণত বায়ুমণ্ডলে বিদ্যুৎকেন্দ্র, শিল্প ও যানবাহন থেকে নির্গত হয়। জানা যাচ্ছে লকডাউনের ফলে এই গ্যাসের নির্গমন অনেকটাই কমে গিয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে বিদ্যুৎ ব্যবহারের হার ছিল ৯.২ শতাংশ। বিদ্যুৎ ব্যবস্থা অপারেশন কর্পোরেশন লিমিটেডের (পোসকো) প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে যে, ২০২০ সালের মার্চ মাসে লোকেরা ১০০.২ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা ব্যয় করেছিল, যেখানে মার্চ ২০১৮-এ তা ছিল ১১০.৩৩৩ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা।

এর আগে, ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (NASA) সুপার কম্পিউটারগুলি দ্বারা উত্পন্ন আবহাওয়ার (Weather) মানচিত্রগুলিতে দেখা গিয়েছিল যে এই বছর ভারতে দূষণ ছিল গত বছরের একই সময়ের তুলনায় এ বছর যথেষ্ট কম।

পার্টিকুলেট ম্যাটার (পিএম) কম হলে নীল হল স্কেলের নীচের প্রান্ত, এবং এটি যত বেশি হয় – তত লাল হয়। গত বছর, ভারতে 30 মার্চ 2019 তে লালচে রঙের তুলনায় , এই বছর আকাশ বেশিরভাগই নীল দেখায়। এমনকি মাটি থেকেও আকাশ যথেষ্টই নীল দেখা যাচ্ছে।

 

সম্পর্কিত খবর