ম্যাটাডোর ভর্তি লোক এসে মমতার খাস তালুক একবালপুরের নার্সিং হোমে ভাঙচুর, আতঙ্কিত চিকিৎসক ও কর্মীরা

বাংলাহান্ট ডেস্কঃ খাস কলকাতায় ফের রোগীর পরিবারের বিরুদ্ধে উঠল নার্সিংহোমে (Nursing Home) ভাঙচুরের অভিযোগ। একবালপুরের (Ekbalpur) এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে চারজনকে। ভবানীপুর কেন্দ্রের এই এলাকার এমন ঘটনায় কিছুটা আতঙ্ক ছড়িয়েছে চারিপাশে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, একবালপুরের নার্সিংহোমে জ্বর নিয়ে কিছুদিন আগেই এক বৃদ্ধ ভর্তি হন। ওই বৃদ্ধের বারবার প্রস্রাব করার জন্য শৌচাগারে যাওয়ার প্রয়োজন হচ্ছিল। তাই বারবার বেড থেকে নামার সমস্যার কারণে রোগী নিজেই ক্যাথিটার লাগানোর কথা বলেন চিকিৎসকদের। আর তা ঘিরেই শুরু হয় যত বিপত্তি। উত্তেজিত হয়ে পড়েন রোগীর পরিবারের লোকজন।

Vandalised 1

এই ঘটনার পরবর্তীতে রোগীর পরিবারের লোকজন দাবী করে, তাঁদের না জানিয়েই এই ক্যাথিটার লাগিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যার জন্য অত্যাধিক টাকাও চার্জ করা হচ্ছে তাঁদের কাছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার বেড থেকে যাতে না নামতে হয়, সেই কারণে রোগী নিজেই চিকিৎসকদের কাছে ক্যাথিটার লাগানোর জন্য অনুরোধ করেন। আর সেই কারণেই রোগীকে একটি মেল ক্যাথিটার লাগিয়ে দেয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু সেসব মানতে না চেয়েই, রোগীর পরিবারের লোকজন তাঁদের উপর চড়াও হয় এবং হাসপাতালে ভাঙচুরও চালায়।

এমনকি তালতলা থেকে ম্যাটাডোর করে প্রায় ৫০ জন রাতে এসে নার্সিংহোমে ফের ভাঙচুর শুরু করে। ঘটনার পরবর্তীতে থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর থানা থেকে পুলিশ মোতায়নের ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে বাকিদের খোঁজ করা হচ্ছে।

ad

Smita Hari

সম্পর্কিত খবর