বাংলাহান্ট ডেস্কঃ করোনা লকডাউনে যখন দেশের অর্থনীতি বিপর্যস্ত, তখন থেকেই গণস্বাস্থ্যে সামনের সাড়িতে দাঁড়িয়ে লড়াই করেছেন সিপিএমের ডঃ ফুয়াদ হালিম (fuad halim) মহামারির কঠিন দিনে গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তার স্বেচ্ছাসেবী সংগঠন মাত্র ৫০ টাকায় ডায়ালিসিস সেবা দিয়েছে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বসেই তিনি জানিয়ে দিলেন। ৩১ আগস্ট পর্যন্ত এই ডায়ালিসিস চালিয়ে যাবার কথা।
গত ২১ জুলাই করোনা আক্রান্ত সন্দেহে নিজে সেল্ফ আইসোলেশনে যান প্রয়াত প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্র ফুয়াদ। তারপর বেশ কয়েকটি রিপোর্টে নেগেটিভ আসলেও পরবর্তীতে তার করোনা রিপোর্ট পজেটিভ হয়। তিনি একটি বেসরকারি হাসপাতালেও ভর্তি হন৷ হাসপাতালের বেড থেকেই ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন নতুন সিদ্ধান্তের কথা।
তিনি লিখেছেন, আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত গরিব মানুষদের মাত্র ৫০ টাকায় ডায়ালিসিস করার কথা জানিয়ে দিলেন এই চিকিৎসক। পাশাপাশি তিনি জানান, ২৬ মার্চ ২০২০ থেকে ২৯ জুলাই ২০২০ পর্যন্ত ৩ হাজার ১৫৪ জনের ডায়ালিসিস হয়েছে তাঁর স্বেচ্ছা সেবী সংগঠন স্বাস্থ্য সঙ্কল্পের তরফে।
ফুয়াদের এই ভূমিকায় অনুপ্রাণিত সিপিএমের ছাত্র সংগঠনও। সৃজন ভট্টাচার্য, ঐশী ঘোষদের ভালোবাসায় উপচে পড়ছে কমেন্টবক্স। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছে। হাসপাতাল সূত্রে খবর, ডঃ ফুয়াদ হালিমের অবস্থা স্থিতিশীল। খুব শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে।