বাংলাহান্ট ডেস্ক : অনেকেই রয়েছেন যারা পুরনো নোট কেনাবেচা করেন। যদি আপনার কাছে পুরনো ৫০ টাকার নোট (Note) থেকে থাকে তাহলে আপনিও দুহাত ভরে রোজগার করতে পারবেন। অনেকের পুরনো নোট জমানোর শখ রয়েছে। সেই শখের জন্য অনেকেই পুরনো নোট ও কয়েন সংগ্রহ করেন। পুরনো নোট ও কয়েন কেনাবেচা হয় লক্ষ লক্ষ টাকায়।
ভারতেও পুরনো নোট কেনাবেচার ব্যবসা জমে উঠেছে। বেশ কিছু প্রতিবেদন দাবি করছে একটি পুরনো নোট বিক্রি হচ্ছে পাঁচ লক্ষ টাকাতেও। এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে এই পুরনো নোট কোথায় বিক্রি করবেন? সেক্ষেত্রে আপনাকে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে Indiamart.com, CoinBazzar বা OLX এর মতো ওয়েবসাইটে। সেখানে আপনারা অতি সহজেই পুরনো নোট বিক্রি করতে পারবেন।
আরোও পড়ুন : হাতে আছে আর ৫ দিন! LPG থেকে শুরু করে গাড়ির লাইসেন্স,পাল্টাবে বহু কিছুই! কতটা প্রভাব পড়বে?
চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি। যেকোনো নোট বিক্রির পোর্টালে গিয়ে নোট বিক্রেতা হিসেবে রেজিস্ট্রেশন করাতে হবে। মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিতে হবে সেখানে। এরপর আপলোড করতে হবে পুরনো নোটের ছবি। তারপর বিজ্ঞাপন বিভাগে আপনার বিজ্ঞাপনটি প্রদর্শিত হবে। যারা এই নোট কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করে নেবেন আপনার সাথে।
আমাদের কাছে খবর এসেছে যে একটি পঞ্চাশ টাকার পুরনো নোট লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। তবে এই নোটের সিরিয়াল নম্বরে থাকতে হবে ৭৮৬। ইসলাম ধর্ম অনুসরণকারীদের কাছে ৭৮৬ নম্বরটি অত্যন্ত পবিত্র। মুসলিমদের কাছে ৭৮৬ নম্বরটি সৌভাগ্যের প্রতীক। তাই অনেকেই এই নোটের সন্ধান করে থাকেন। এই নোট বিক্রি করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে।