বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ভারত (India) গোটা বিশ্বে আক্রান্তদের সংখ্যা সপ্তম স্থানে পৌঁছেছে। দশম স্থান থেকে মাত্র এক সপ্তাহেই ভারত সপ্তম স্থানে চলে গেছে এই এক সপ্তাহে গোটা ভারতে ৫০ হাজার মামলার বৃদ্ধি হয়েছে।
২৫ মে ভারত ইরানকে পিছনে ফেলে বিশ্বের দশম স্থানে পৌঁছেছিল। তখন আমাদের দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজারের মতো ছিল। রবিবার এই সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার হয়ে গেছে। যদিও ভারত আমেরিকা থেকে এখনো অনেক দূরে আছে। আপনাদের জানিয়ে দিই, আমেরিকা গোটা বিশ্বে সবথেকে বেশি প্রভাবিত।
আমেরিকায় ১৮ লক্ষের বেশি পজেটিভ মামলা সামনে এসেছে। দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল, সেখানে ৫ লক্ষের বেশি মামলা সামনে এসেছে। তৃতীয় স্থানে আছে রাশিয়া। যেখানে তিন লক্ষের বেশি মামলা সামনে এসেছে। রবিবার রেডিও অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতে এত জনসংখ্যার পরেও করোনা মামলা অতটা বৃদ্ধি পায়নি, যতটা বাকি দেশ গুলোতে পেয়েছে।
উনি বলেছিলেন, সরকার চার দফার লকডাউনের পর এবার দেশ খুলে দিচ্ছে। কিন্তু এবার আমাকে, আপনাকে আরও সতর্ক থাকতে হবে। ভারতে রোগীদের সুস্থ হওয়ার সংখ্যার হার বেড়েছে। গত সপ্তাহে এই হার ৪২ শতাংশ ছিল। যেটা বেড়ে ৪৭ শতাংশ হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, এই ভাইরাস অতটা দ্রুত গতিতে ভারতে ছড়িয়ে পড়েনি, যতটা দ্রুত গতিতে অন্যান্য দেশ গুলিতে ছড়িয়েছিল। আর এর মধ্যে ভারতে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৮০ টি নতুন মামলা সামনে এসেছে। এটি এখনো পর্যন্ত একদিনে সামনে আসা সর্বাধিক মামলা। স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে যে, দেশে সংক্রমিতদের সংখ্যা ৮৯ হাজার ৯৯৫ আর সুস্থ হওয়া রোগীদের সংখ্যা ৮৬ হাজার ৯৮৩।
শনিবার সকাল থেকে রবিবার পর্যন্ত ১৯৩ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ৯৯, গুজরাটে ২৭, দিল্লীতে ১৮, মধ্যপ্রদেশ আর রাজস্থানে ৯, পশ্চিমবঙ্গে ৭, তামিলনাড়ু আর তেলেঙ্গানায় ৬, বিহারে ৫, উত্তর প্রদেশে ৩, পাঞ্জাবে ২ আর হরিয়ানা এবং কেরলে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।