বাংলা হান্ট ডেস্ক: এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তথা ভারতের অন্যতম বিজনেস টাইকুন গৌতম আদানি এবার বড় ধরনের ধাক্কা পেলেন। মূলত, এবার একাধিক কোম্পানির শেয়ার পতনের প্রভাব পড়েছে তাঁর মোট সম্পদের ওপর। এমনকি, মঙ্গলবার ও বুধবার শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। এর ফলে আদানি এখন বিশ্বের শীর্ষ বিলিয়নেয়ারদের তালিকায় ষষ্ঠ স্থানে নেমে এসেছেন।
৬.৪২ বিলিয়ন ডলারের লোকসান:
একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে, বুধবার গৌতম আদানির মোট সম্পত্তি কমে গিয়ে ১০৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ পূর্বের তুলনায় মোট সম্পদ কমেছে প্রায় ৬.৪২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা ৪৯ হাজার ৬০০ কোটি টাকারও বেশি)। এদিকে, মোট সম্পদের এই বিশাল পতনের কারণে, দীর্ঘদিন ধরে শীর্ষ বিলিয়নেয়ারদের তালিকায় পঞ্চম স্থানে থাকা আদানি এখন ষষ্ঠ স্থানে নেমে এসেছেন। এদিকে, গত মঙ্গলবারও, তাঁর মোট সম্পদ ৫.১৯ বিলিয়ন ডলার কমে যায়।
শেয়ারে তীব্র পতনের প্রভাব:
প্রসঙ্গত উল্লেখ্য যে, গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের কোম্পানিগুলি, আদানি উইলমার, আদানি গ্রিন, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস, আদানি এন্টারপ্রাইজ, আদানি ট্রান্সমিশন এবং আদানি পোর্টসের শেয়ারের বিপুলহারে দরপতন অব্যাহত রয়েছে। এমনকি, মঙ্গলবারের মতো বুধবারও সেই রেশ বজায় ছিল। এখানে জানিয়ে রাখি, গ্রুপ কোম্পানিগুলোর শেয়ারে তাদের সর্বকালের সর্বোচ্চ স্তর থেকে ৩৪ শতাংশ পর্যন্ত পতন দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আদানির সম্পদের ওপর।
ওয়ারেন বাফেট আবার পঞ্চম স্থানে রয়েছেন:
আমেরিকার অভিজ্ঞ বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ধনীদের তালিকায় গৌতম আদানিকে পেছনে ফেলে এখন পঞ্চম স্থানে চলে এসেছেন। এর আগে তিনি ষষ্ঠ স্থানে ছিলেন। তবে, বাফেটও ১৮৫ মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন। কিন্তু এই ক্ষতি গৌতম আদানির তুলনায় অনেক কম। ওয়ারেন বাফেটের মোট সম্পদের পরিমান বর্তমানে ১১৩ বিলিয়ন ডলার।
ইলন মাস্ক একটি বড় লাভ করেছেন:
বুধবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের জন্য একটি স্বস্তির দিন ছিল। গত কয়েকদিন ধরে ক্রমাগত দরপতনের মুখে থাকা মাস্ক এবার বড় লাভ করেছেন। এখন তাঁর মোট সম্পদ ২.৮৯ বিলিয়ন ডলার বেড়ে ২৩২ বিলিয়ন ডলার হয়েছে। উল্লেখ্য যে, গত মঙ্গলবারই ১৮.৫ বিলিয়ন ডলারের একটি বড় ক্ষতির সম্মুখীন হতে হয় তাঁকে।