বাংলাহান্ট ডেস্ক : একটা সময় বলিউডের (Bollywood) সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bacchan)। বহু হিট ছবি তারা উপহার দিয়েছেন সিনে প্রেমীদের। তবে কেবলমাত্র অনস্ক্রিন নয় তাঁদের অফস্ক্রিন রসায়নও বেশ পছন্দ দর্শকদের। দেখতে দেখতে একসঙ্গে ৫০ টা বছর কাটিয়ে ফেললেন অমিতাভ-জয়া। বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার রাতেই সোশ্যাল মিডিয়ায় মনের কথা লেখেন অমিতাভ।
বরাবরই নিজের ব্লগে নানান বিষয় নিয়ে পোস্ট করেন বর্ষীয়ান এই অভিনেতা। ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন নিজের মতামত। বিশেষ এই দিনটির ক্ষেত্রেও হলনা অন্যথা। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় অমিতাভ লেখেন, ‘৫০ টা বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম। আমাদেরকে সব সময় সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই আমার ভালোবাসা নেবেন’।
তবে কেবলমাত্র অমিতাভ নয়। মা বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অমিতাভ জয়ার একমাত্র কন্যা শ্বেতা বচ্চন। সোশ্যাল মিডিয়ায় তিনি তুলে ধরেছেন মা-বাবার একটি পুরনো ছবি। ফাঁস করলেন মা বাবার দাম্পত্যের সুখে থাকার কাহিনী।
এদিন সোশ্যাল মিডিয়ায় অমিতাভ কন্যা লেখেন, ‘অনেক আগে একবার মাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে এতদিন সম্পর্ক টিকিয়ে রেখেছো তোমরা? কোন গোপন রহস্য লুকিয়ে রয়েছে পেছনে? মা হেসে জবাব দিয়েছিলেন, ভালোবাসা। এই একই প্রশ্ন করেছিলাম বাবাকেও। তিনি বলেন, সব সময় বউয়ের কথা শুনে চলতে হয়। বউ যা বলে সেটাই ঠিক। এটাই বিয়ে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মন্ত্র’।
View this post on Instagram
অমিতাভ কন্যা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা গেল একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ এবং জয়া। জয়ার পরনে শাড়ি। আর অমিতাভ পড়েছেন ঢলা প্যান্ট এবং প্রিন্টেড শার্ট। সাদাকালো সেই ছবিতে ফুটে উঠেছে অমিতাভ জয়ার ভালোবাসা। অনেকেই কমেন্ট করেছেন শ্বেতার এই পোস্টে।
উল্লেখ্য, বর্তমানে ‘কোর্টরুম ড্রামা সেকশন ৮৪’ এর শুটিংয়ে ব্যস্ত বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে ‘প্রজেক্ট কে’ ছবির কাজ। অন্যদিকে দীর্ঘ সময় পর অভিনয় জগতে ফিরতে চলেছেন জয়া। তাঁকে দেখা যাবে করণ জোহারের ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে।