মন্দিরের পাশে কুয়ো থেকে হু হু করে উড়ে এল ৫০০, ২০০০ টাকার নোট! কুড়োতে ভিড় জমাল গ্রামবাসীরা

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে করোনা আবহে বিক্ষিপ্তভাবে লকডাউনের জেরে কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। দেশের ন্যায় আর্থিক সংকটে থাকা মানুষজন কাজের উদ্দেশ্যে বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে। তবে এরই মধ্যে উত্তরপ্রদেশের কানপুর (kanpur) থেকে মন এক ঘটনা প্রকাশ্যে এসেছে, যা দেখে চক্ষুচড়ক গাছ অনেকেরই।

কুয়োর (well) ভেতর থেকে বেরিয়ে আসছে মুঠো মুঠো টাকা! শুনতে অবাক লাগলেও, এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের এক প্রাচীন শিব মন্দির থেকে। এই শিব মন্দিরের কুয়ো থেকে বেরিয়ে আসছে কখনও ১০০, ২০০, আবার কখনও ৫০০ বা ২০০০ টাকার নোটও। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই।

wall 2 1626276307

বিষয়টা হল, মঙ্গলবার দুপুরে ওই এলাকায় কিছু ছেলে খেলতে গিয়ে কুয়োর আশেপাশে কিছু নোট পড়ে থাকতে দেখে। এরপর তাঁরা কুয়োর দিকে এগিয়ে গিয়ে হাতড়ালেই বেরোতে থাকে একের পর এক নোট। এই ৪০ ফুট গভীর কুয়োর ভেতর থেকে একে একে বেরিয়ে আসতে থাকে কখনও ১০০, ২০০, আবার কখনও ৫০০ বা ২০০০ টাকার নোটও।

rupee 119 928374 1608203267 930769 1608779925 1

এমন অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই, চারিদিকে হইচই পড়ে যায়। দূর দূরান্ত থেকে গ্রামবাসীরা ছুটে আসেন এই কুয়ো দেখতে। কেউ আসেন কুয়ো থেকে পাওয়া টাকার লোভে, আবার কেউ বা এমন অদ্ভুত রহস্যময়ী কুয়ো দেখতে ভিড় করে সেখানে। জানা গিয়েছে, এখনও অবধি ওই কুয়ো থেকে প্রায় ১০ হাজার টাকা পেয়েছে গ্রামবাসীরা। তবে কুয়োর চারপাশে ভিড় বেড়েই চলেছে ক্রমশ।

Smita Hari

সম্পর্কিত খবর