বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ৫০০ অনুপ্রবেশকারীকে ঘরে ফেরালো শেখ হাসিনার সরকার। বর্ডার গার্ড বাংলাদেশের ডিজি শফিনুল ইসলাম জানিয়েছেন, যাঁদেরকে ইতিমধ্যেই দেশে ফিরিয়ে আনা হয়েছে, তাঁরা প্রত্যেকে বৈধ বাংলাদেশী (Bangladeshi) । তবে এই প্রসঙ্গে তিনি ভারতের নতুন নাগরিকত্ব আইন কিংবা এনআরসি ইস্যু কোনও বিষয়েই কোনওরকম মুখ খোলেননি।
সিএএ চালু হওয়ার পর এবং প্রস্তাবিত এনআরসি নিয়ে ভারতের ভেতরে বিক্ষোভ-আন্দোলন অব্যাহত। আর দেশের বাইরে বাংলাদেশেও তার আঁচ পড়েছে বৈকি। কিছুটা হলেও প্রভাব পড়েছে দুই-দেশের সম্পর্কে। যদিও প্রকাশ্যে বুঝতে দিতে চায় বাংলাদেশ সরকার।
কিছুদিন আগে দুইজন বাংলাদেশের মন্ত্রীর ভারতে আসার কথা ছিল। কিন্তু সে সফর তাঁরা বাতিল করে দিয়েছেন অন্য কারণ দেখিয়ে। এবার একই পথ অনুসরণ করে সেই প্রসঙ্গ নিয়ে কোনওভাবেই প্রতিক্রিয়া প্রকাশ্যে আনতে চাইলেন না বাংলাদেশের ডিজি শফিনুল ইসলাম। বরং অনুপ্রবেশকারীদের জন্য সওয়াল করে আরও জানিয়েছেন ডিজি, যাঁরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে এতদিন ছিল তাঁরা প্রত্যেকেই বন্ধু-আত্মীয়স্বজনের বাড়িতে গিয়েছিল সেখানকার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে। ওঁদের কারোর কাছেই বৈধ নথি ছিল না।
বাংলাদেশের ডিজিকে ভারতের সিএএ এবং এনআরসি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সমস্ত বিতর্ক এড়াতে জানিয়েছেন, এটা ভারতের আভ্যন্তরীণ সম্পূর্ণ বিষয়। এছাড়া নিজের দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার উপর অভিযোগও নিয়ে কিছু বলেননি তিনি।