বড়সড় ভাঙ্গন তৃণমূল শিবিরে, দুই প্রভাবশালী নেতা সহ ৫০০ জন হাতে তুলে নিলেন বিজেপির পতাকা

বাংলাহান্ট ডেস্কঃ ঘাসফুল ছেড়ে শুভেন্দু অধিকারীর পদ্মফুলে যোগদানের প্রহর গুনছে বিজেপি (Bharatiya Janata Party) শিবির। রাজ্য সরকারের মন্ত্রীত্ব ছাড়তেই শুভেন্দু অধিকারীর বিজেপি শিবিরে যোগদানের সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে। কিন্তু এরই মধ্যে দুই প্রভাবশালী তৃণমূল নেতা নাম লেখালেন গেরুয়া শিবিরে।

নদিয়ার কুপার্সে ভাঙ্গন তৃণমূল শিবিরে
নদিয়ার কুপার্সে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভাতেই তৃণমূলের ছত্রছায়া ত্যাগ করে হাতে বিজেপির পতাকা তুলে নিলেন দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তৃণমূলের দুবারের কাউন্সিলর চম্পা মাঝি এবং কুর্পাস শহরের যুব তৃণমূলের কার্যকরী সভাপতি তথা একবারের কাউন্সিলর পরিতোষ মাঝি (চম্পা মাঝির স্বামী) নাম লেখালেন গেরুয়া শিবিরে। সেইসঙ্গে প্রায় ৫০০ জন জন যোগ দিলেন বিজেপিতে।

dilip ghosh jpg 710x400xt 2

হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ
একুশের নির্বাচনের পূর্বেই বড়সড় ভাঙ্গন ধরল তৃণমূল শিবিরে। এই ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, আগামী সময়ে আরও ভাঙ্গন ধরবে তৃণমূলে। বিরাট সংখ্যক মানুষ যোগ দেবেন বিজেপি শিবিরে। স্বতস্ফূর্ত ভাবে এগিয়ে চলেছে বিজেপি বাহিনী।

প্রহর গুনছে বিজেপি
বাংলার মানুষকে বিজেপির ধর্মে দিক্ষীত করতে ডিসেম্বরের ৭, ৮ ও ৯ তারিখে বাংলা সফরে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শহিদ মিনারে বিশাল জনসভার আয়োজনও হতে চলেছে। এরই মধ্যে আবার শুভেন্দু অধিকারীকে নিয়েই শোরগোল উঠেছে। কানাঘুষো শোনা যাচ্ছে, সেইসময়ই নাকি বিজেপির পাল্লা কয়েকগুণ ভারী করতে গেরুয়ে শিবিরে নাম লেখাতে পারেন রাজ্যরে প্রাক্তন পরবিহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আশায় প্রহর গুনছে বিজেপি শিবির।


Smita Hari

সম্পর্কিত খবর