৫০০ বছর আগে রাম মন্দির ভেঙেছিলেন মীর বাকি! তাঁর যা পরিণতি করেছিলেন এই রানি, শুনে গর্ব হবে

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হয়ে গেল অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir)। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে মহাসমারোহে সম্পন্ন হল রামলালার প্রাণপ্রতিষ্ঠাও। আর এর ওপর ভর করেই ২২ জানুয়ারি দিনটি হয়ে উঠল ঐতিহাসিক। সমগ্র দেশজুড়েই আজ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে রীতিমতো উৎসবের আবহ পরিলক্ষিত হয়েছে। তবে বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব কয়েকশ বছরের পুরনো ইতিহাসে।

উল্লেখ্য যে, অযোধ্যা বিবাদের কাহিনি যতোটা পুরনো, ততটাই অবাক করা। মন্দির ভাঙা থেকে নির্মাণ শুরু পর্যন্ত এমন অনেক বিষয় রয়েছে যা সাধারণ মানুষের অজানা। বাবর ভারতে আসার পর রাম মন্দির ভেঙে ফেলা হয়। মূলত, বাবরের নির্দেশেই মীর বাকি রাম মন্দির ভেঙে দেন। তিনি মুঘল সম্রাট বাবরের সেনাপতি ছিলেন। মীর বাকি বাবরের সাথে ভারতে আসেন। কথিত আছে যে, তিনিই রামের জন্মস্থানে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। ১৫২৮-২৯ সালে বাবরি মসজিদ নির্মাণ করেন মীর বাকি।

500 years ago Ram Temple was demolished by Mir Baqi

এদিকে, ৫০০ বছর আগে, হংসওয়ার রাজ্যের রাজা রণবিজয় সিং রাম মন্দির বাঁচাতে মীর বাকির সাথে যুদ্ধ করেছিলেন। রণবিজয় সিংয়ের সেনাবাহিনী খুবই ছোট ছিল এবং তিনি এই যুদ্ধে প্রাণ হারান। এরপর রাজা রণবিজয় সিংহের স্ত্রী রানি জয়কুমারী মীর বাকির সাথে যুদ্ধ করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই যুদ্ধে তিনি মীর বাকিকে হত্যা করেন। এরপর মুঘলরা রানিকে আক্রমণ করে এবং যুদ্ধে তিনি মারা যান।

আরও পড়ুন: এবার চিনকে ভাতে মারতে মাঠে নামলেন আম্বানি! ভারতের এই প্রতিবেশী দেশে মেগা এন্ট্রি নিতে চলেছে Jio

বাবরকে খুশি করতে ভাঙা হয় রাম মন্দির: উল্লেখ্য যে, বাবরকে খুশি করার জন্য মীর বাকি রাম মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ করেছিলেন। মীর বাকি মূলত ছিলেন তাসখন্দের বাসিন্দা। যা এখন উজবেকিস্তানে রয়েছে। কথিত আছে, সেই সময় তাঁকে আওধ প্রদেশের গভর্নর করা হয়েছিল। তিনি ১৫২৮-২৯ সালে রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরি করেছিলেন।

আরও পড়ুন: ঘটবে আরও উন্নতি, এবার সুইজারল্যান্ডের প্রযুক্তি ব্যবহার হবে ভারতীয় রেলে! কি জানালেন রেলমন্ত্রী?

পরবর্তীকালে কোনো সমস্যার কারণে বাবর ও মীর বাকির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। যার কারণে বাবর তাঁকে তাঁর দরবার থেকে বহিষ্কার করেন। মীর বাকি সাঘওয়াল, বাকি বেগ এবং বাকি মিংবাশি নামেও পরিচিত ছিলেন। কিন্তু বাবরনামায় তাঁর নাম শুধুমাত্র মীর হিসেবে উল্লেখ করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর