এবার চিনকে ভাতে মারতে মাঠে নামলেন আম্বানি! ভারতের এই প্রতিবেশী দেশে মেগা এন্ট্রি নিতে চলেছে Jio

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের (India) অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) ব্যবসায়িক ক্ষেত্রে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন। শুধু তাই নয়, ব্যবসা সম্প্রসারণের দিকেও বিশেষ নজর দিচ্ছেন তিনি। এমতাবস্থায়, তাঁর সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করছে। তবে, ঠিক এই আবহে এবার একটি ধামাকাদার পদক্ষেপ নিলেন আম্বানি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই পদক্ষেপের ফলে বড় ধাক্কা পেতে চলেছে পড়শি দেশ চিন (China)।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আম্বানি এবার ভারতের একটি পড়শি দেশের সরকারি সংস্থার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছেন। এমতাবস্থায়, তাঁর টেলিকম সংস্থা Reliance Jio ওই সংস্থার শেয়ার কেনার আগ্রহ দেখিয়েছে বলেও জানা গিয়েছে। তবে, ওই প্রতিযোগিতায় আরও দু’টি বড় কোম্পানি টক্কর দিতে পারে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই আমাদের দেশ তথা ভারতবর্ষের দু’টি পড়শি দেশে প্রায়শই নিয়োগ করেছে চিন। ওই দেশগুলি হল শ্রীলঙ্কা এবং মলদ্বীপ।

মূলত, ভারত মহাসাগরে অবস্থিত এই দুই দেশ ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এদিকে, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার আর্থিক অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। এমতাবস্থায়, সঙ্কট কাটিয়ে উঠতে শেয়ার বিক্রির পথে হাঁটছে শ্রীলঙ্কার সরকারি টেলিকম কোম্পানি। এদিকে, ওই সংস্থায় চিন শেয়ার রাখার জন্য ইচ্ছুক থাকলেও এবার মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio সেই পরিকল্পনাতেই জল ঢালতে চাইছে।

Reliance Jio is going to make a mega entry in this neighboring country of India

জানা গিয়েছে যে, Reliance Jio শ্রীলঙ্কার টেলিকম সংস্থা PLC-র শেয়ার কিনতে পারে। এদিকে, এই পদক্ষেপের মাধ্যমে দ্বিগুণ লাভ হতে পারে ভারতের। এর মধ্যে প্রথমটি হল টেলিকম সংস্থার শেয়ার কিনে ভারতের ওপর নজর রাখতে পারবে না চিন। দ্বিতীয়ত, ভারত থেকে শ্রীলঙ্কাগামী পর্যটকরা স্বল্প দামের বিনিময়ে আন্তর্জাতিক কল এবং ডেটার সুবিধা পাবেন।

আরও পড়ুন: কাকতালীয় ঘটনা! ১৫০ বছর ধরে এই সম্প্রদায় জানে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন! হয় বিশেষ উৎসবও

এদিকে, শ্রীলঙ্কার টেলিকম সেক্টরে প্রবেশের পর বিশ্ব টেলিকম বাজারে রীতিমতো আধিপত্য বিস্তার করতে পারে Jio। এমনিতেই বর্তমান পরিসংখ্যানের বিচারে Reliance Jio হল ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা। পাশাপাশি, TRAI দ্বারা প্রকাশিত ২০২৩ সালের অক্টোবরের তথ্য অনুসারে, Jio ওই ১ মাসেই ৩১.৫৯ লক্ষ নতুন ব্যবহারকারী পেয়েছে।

আরও পড়ুন: এবার সস্তায় মিলবে আটা-ডাল-পেঁয়াজ! এই ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি বন্টনের প্রস্তুতি নিচ্ছে সরকার

উল্লেখ্য যে, একটি রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কা সরকার টেলিকম সংস্থা PLC-র নিলামের জন্য ইতিমধ্যেই আবেদন চেয়েছে। এমতাবস্থায়, মুকেশ আম্বানির সংস্থা Jio সহ মোট তিনটি সংস্থা ওই টেলিকম সংস্থার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছে বলেও জানা গিয়েছে। জানিয়ে রাখি যে, শ্রীলঙ্কার টেলিকম সংস্থা PLC-র ৪৯.৫০ শতাংশ শেয়ার রয়েছে সরকারের কাছে। পাশাপাশি, বাকি ৪৪.৯০ শতাংশ শেয়ার রয়েছে আমস্টারডাম স্থিত সংস্থা গ্লোবাল টেলিকমিউনিকেশনের কাছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর