বেকারদের জন্য সুখবর! ৫০ হাজার শুন্য পদে চাকরির ঘোষনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীরে ৫০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।গভর্নর সত্য পাল মালিক বুধবার এই ঘোষনা করেছেন। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এটাই সবচেয়ে বড়ো ঘোষনা। গভর্নর জানান কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে চাইছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন প্রতিনিয়ত। তাই এবার ৫০ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করবেন সরকার।

এছাড়াও গভর্নর জানান, ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরে প্রায় তিন হাজার স্কুল খুলে গিয়েছে। বাকি ৫০টি স্কুল দ্রুত খোলা হবে। লাদাখে স্কুল কলেজ স্বাভাবিকভাবেই চলছে বলে দাবি করেন তিনি।

গত ৫ই আগষ্ট কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বাতিল করেন ভারত সরকার। তারপর পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুদিন লেগে গিয়েছে। ভারত সরকার কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। গতকাল কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বাতিল হওয়ার পর ২৩ তম দিনে কাশ্মীরবাসীর জন্য সুখবর শোনালো সরকার।

X