নিজের পাতা ফাঁদেই ঘটল বড় বিপদ! চিনের নিউক্লিয়ার সাবমেরিনের ভেতরে দমবন্ধ অবস্থায় মৃত্যু ৫৫ জনের

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পীত সাগরে একটি চিনা নিউক্লিয়ার সাবমেরিনের (Nuclear Submarine) দুর্ঘটনায় কমপক্ষে ৫৫ জন প্রাণ হারিয়েছেন। এই প্রসঙ্গে ব্রিটেনের একটি গোপন রিপোর্টে বলা হয়েছে, ওই সাবমেরিনের অক্সিজেনের সিস্টেমে বড় ত্রুটির কারণে সেখানে থাকা টিমের মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই ব্রিটিশ সংবাদপত্র “ডেইলি মেইল” UK-র একটি গোপন রিপোর্টকে উদ্ধৃত করে জানিয়েছে, নিহতদের মধ্যে চিনা পিএলএ নৌবাহিনীর সাবমেরিন “০৯৩-৪১৭”-এর ক্যাপ্টেন কর্নেল জু ইয়ং-পেং সহ আরও ২১ জন আধিকারিক ছিলেন। এদিকে, গোয়েন্দা রিপোর্টগুলি ইঙ্গিত দেয় যে, সাবমেরিনটি গত ২১ অগাস্ট পীত সাগরে একটি মিশনে থাকাকালীন দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল।

55 people died of suffocation inside China's nuclear submarine

ওই রিপোর্ট অনুসারে, দুর্ঘটনার ফলে ৫৫ জন মর্মান্তিকভাবে মারা গেছেন। এর মধ্যে ২২ জন অফিসার, ৭ জন অফিসার ক্যাডেট, ৯ জন আধিকারিক এবং ১৭ জন নাবিক ছিলেন। সাবমেরিনের অক্সিজেন সিস্টেমের ত্রুটির কারণে, বিশুদ্ধ বাতাসের অভাবেই তাঁদের দমবন্ধ হয়ে যায়। জানা গিয়েছে যে, আমেরিকান ও তার মিত্র দেশগুলির সাবমেরিনকে আটকাতে সমুদ্রে শিকল ও নোঙ্গরের জাল বিছিয়ে ছিল চিনা নৌবাহিনী। সেই জালেই আটকে যায় ওই নিউক্লিয়ার সাবমেরিন। আর এই ধাক্কার কারণেই তার অক্সিজেন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। এদিকে, ওই সাবমেরিনটি মেরামত করে ভূপৃষ্ঠে ফিরিয়ে আনতে ছয় ঘণ্টা সময় লেগেছে। কিন্তু ততক্ষণে তার মধ্যে থাকা সদস্যদের দমবন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: “প্রাক্তন”-এর কাছ থেকে বড় ঝটকা খেলেন মাস্ক! এই কারণে দিতে হবে বিপুল অর্থ, কি জানাল আদালত?

এদিকে, বর্তমানে চিন এই সাবমেরিন দুর্ঘটনার কোনো বিষয় সামনে আনেনি এবং ঘটনাটি সম্পর্কে সৃষ্ট জল্পনাকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে তৈরি এই রিপোর্টটিকে অত্যন্ত গোপনীয় বলে বর্ণনা করা হয়েছে।

আরও পড়ুন: ফ্রি-র দিন শেষ! এবার Facebook-Instagram চালাতে গেলেই পকেট হবে ফাঁকা, নয়া প্ল্যান নিয়ে এল Meta

প্রসঙ্গত উল্লেখ্য যে, চিনের টাইপ ০৯৩ সাবমেরিনগুলি গত ১৫ বছর ধরে কাজ করছে। ৩৫১ ফুট লম্বা এই সাবমেরিনগুলি টর্পেডো দ্বারা সজ্জিত। পাশাপাশি, টাইপ ০৯৩ সাবমেরিনগুলি চিনের নতুন নৌ প্রযুক্তির অন্যতম উদাহরণ। যা তাদের কম শব্দের জন্য বিখ্যাত। ওই রিপোর্টে বলা হয়েছে, চিনের শানডং প্রদেশের কাছে সমুদ্রে এই দুর্ঘটনাটি ঘটেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর