হু হু করে এগিয়ে চলেছে দেশ! ২০৪৭ সালের মধ্যেই ৫৫ ট্রিলিয়নের অর্থনীতি হবে ভারতে, দাবি করলেন….

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, শীঘ্রই ভারত এই পরিসংখ্যানে বিশ্বে তৃতীয় অবস্থানে পৌঁছবে বলেও অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি “বিকশিত দেশ”-এ পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে, ভারতীয় অর্থনীতির প্রসঙ্গে এবার গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) এক্সিকিউটিভ ডিরেক্টর কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যন। তিনি দাবি করেছেন যে, ভারতের অর্থনীতি ২০৪৭ সালের মধ্যে ৫৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে। তবে, এর জন্য ভারতকে (India) ডলারের পরিপ্রেক্ষিতে ১২ শতাংশ গ্রোথ রেটে বৃদ্ধি হতে হবে।

উল্লেখ্য যে, কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই প্রতিক্রিয়া দেন সুব্রহ্মণ্যন। তিনি বলেন যে, ২০১৬ সাল থেকে ভারতের (India) মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণের ফলে দেশে মুদ্রাস্ফীতির হার গড়ে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ২০১৬ সালের আগে গড় মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৫ শতাংশ। এমতাবস্থায়, প্রকৃত বৃদ্ধির হার যদি ৮ শতাংশ এবং মুদ্রাস্ফীতি ৫ শতাংশে থেকে যায়, তাহলে বাজারদরে বৃদ্ধির হার ১৩ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে।

55 trillion economy in India by 2047.

প্রতি ৬ বছরে অর্থনীতি দ্বিগুণ হবে: জানিয়ে রাখি যে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সুব্রহ্মণ্যন কেন্দ্রীয় সরকারের প্রধান আর্থিক উপদেষ্টা ছিলেন। তিনি জানান যে, ডলারের ক্ষেত্রে ভারতের (India) প্রকৃত বৃদ্ধির হার হবে ১৩ শতাংশ। এমন পরিস্থিতিতে প্রতি ৬ বছরে অর্থনীতির আকার দ্বিগুণ হবে। উল্লেখ্য যে, ভারতের অর্থনীতির বর্তমান আয়তন ৩,৮০০ বিলিয়ন ডলার। তিনি বলেন, ভারতের পক্ষে ৮ শতাংশ হারে বৃদ্ধি অর্জন করা সম্ভব। বর্তমানে, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং শীঘ্রই এটি তৃতীয় অবস্থানে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে আমেরিকা প্রথম, চিন দ্বিতীয়, জার্মানি তৃতীয় এবং জাপান চতুর্থ স্থানে রয়েছে।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! এইদিন লঞ্চ হতে চলেছে iPhone 16 সিরিজ, থাকছে একাধিক চমক, জেনে নিন ফিচার্স

তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে ভারত: এদিকে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার দাবি করেছেন যে, তাঁর সরকারের তৃতীয় মেয়াদে ভারত (India) বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। জানিয়ে রাখি যে, দ্বিতীয় ত্রৈমাসিকে জাপানের অর্থনীতির পারফরম্যান্স প্রত্যাশার চেয়ে ভালো ছিল। এদিকে, ইউরোপের বৃহত্তম অর্থনীতি এখনও মন্দার কবল থেকে বেরিয়ে আসতে পারেনি।

আরও পড়ুন: বারংবার চাপে ফেলছে হিন্ডেনবার্গ! অবশেষে ভোল পাল্টে যাচ্ছে আদানি গ্রুপের, নেওয়া হল বড় সিদ্ধান্ত

তবে, ভারত (India) বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতি। এমন পরিস্থিতিতে, ভারত এই পরিসংখ্যানে শীঘ্রই জাপান ও জার্মানিকে পেছনে ফেলে দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফোর্বস অনুসারে, বর্তমানে আমেরিকার অর্থনীতির আকার ২৮.৭৮৩ ট্রিলিয়ন ডলার। চিনের অর্থনীতি ১৮.৫৩৬ ট্রিলিয়ন ডলার, জার্মানির ৪.৫৯০ ট্রিলিয়ন ডলার এবং জাপানের ৪.১১৩ ট্রিলিয়ন ডলার। এদিকে, ভারতের অর্থনীতির আকার হল ৩.৯৪২ ট্রিলিয়ন ডলার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর