বাংলা হান্ট ডেস্ক: এবছর প্রচন্ড গরমের মধ্যেই সৌদি আরবে (Saudi Arabia) শুরু হয়েছিল ইসলাম ধর্মাবলম্বীদের হজ (Hajj) যাত্রা। যার ফলে এবছর হজ করতে গিয়ে প্রচন্ড তাপপ্রবাহের (Heat Waves) জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫৫০ জন হজ যাত্রীর। জানা যাচ্ছে এখনও পর্যন্ত মৃতদের মধ্যে ৩২৩ জন মিশরের বাসিন্দা। প্রচন্ড গরমে অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে তাদের।
জানা যাচ্ছে, প্রচন্ড গরমের কারণে জর্ডানের ৬০ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। যদিও আগেই সেদেশের ৪১ নাগরিকের মৃত্যুর খবর জানানো হয়েছিল। খাতায়-কলমে AFP-র হিসাব বলছে, বর্তমানে সৌদি আরবে হজ করতে গিয়ে মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। জানা যাচ্ছে, আল-মুয়াইসেমের মর্গে ৫৫০ জনের মরদেহ রয়েছে।
যদিও এখনও পর্যন্ত সৌদির তরফে আনুষ্ঠানিক ভাবে এই হজযাত্রীদের মৃত্যু সম্পর্কে কোনও তথ্য় তুলে ধরা হয়নি। জানা যাচ্ছে, তীব্র তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে এখনও প্রায় ২ হাজার জনের বেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত সৌদির আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সোমবার মক্কায় গ্র্যান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল।
আরও পড়ুন: গভীর রাতে জলদাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই ঐতিহাসিক বাংলোর ৮ টা ঘর, কিভাবে লাগল আগুন?
তাপমাত্রার পারদ লাফিয়ে বাড়ছে মরু আবহাওয়ার দেশ সৌদি আরবেও। মরু দেশের এক সমীক্ষায় বলা হয়েছে, দেশটিতে প্রত্যেক দশকে আঞ্চলিক তাপমাত্রা গড়ে শূন্য দশমিক ৪ সেন্টিগ্রেড হারে বাড়ছে। এই পরিস্থিতিতে প্রচন্ড ভিড়ের মধ্যে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা হয় যাত্রীদের।
সরকারের তরফে তাপপ্রবাহ থেকে বাঁচতে সতর্কতামূলক নির্দেশিকাও জারি হয়েছিল। প্রসঙ্গত গত বছর হজের মরশুমে সৌদিতে মৃত্য়ু হয়েছিল বিভিন্ন দেশের ২৪০ জন নাগরিকের। তাঁদের মধ্য়ে অধিকাংশ জনই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।