কর্ণাটকের ৫৫০ বছরের পুরনো মাদ্রাসা দখল করে পুজো হিন্দুত্ববাদীদের! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক : দশমীর রাতে এক ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কর্ণাটক। হেরিটেজ তকমা পাওয়া শতাব্দীপ্রাচীন মাদ্রাসায় (Madrasa) ঢুকে জোর করে পুজো করার অভিযোগ উঠল হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। ৫৫০ বছর পুরোনো ওই মাদ্রাসায় ‘অনুপ্রবেশে’র ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। কর্ণাটকের (Karnataka) বিদার জেলায় অবস্থিত এই মাদ্রাসাটি আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) দ্বারা ‘হেরিটেজ’ (Heritage) তকমা প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। বিদার মেঘনাওয়ার অতিরিক্ত এসপি মহেশ বলেছেন, এএসআই হেরিটেজ ভবনে অনুপ্রবেশের ঘটনা জানিয়ে মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন সৈয়দ মুবাশির আলি। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে নয়জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, কর্ণাটকের বিদারের মাহমুদ গাওয়ান মাদ্রাসাটি (Mahmud Gawan Madrasa) প্রতিষ্ঠিত হয় ১৪৬০ সালে। এই মাদ্রাসাটিকে হেরিটেজ তকমা দিয়েছে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Archeological Survey of India)। শুধু তাই নয়, এই সৌধটি জাতীয় সৌধের মর্যাদাও পেয়েছে। এরকমই এক মাদ্রাসাকে জবরদখল করার অভিযোগ উঠল হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, দশেরার দিন অর্থাৎ বুধবার রাতে একদল একদল হিন্দুত্ববাদী যুবক ওই মাদ্রাসায় ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীদের মারধর করে। ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়। শোনা যায় ‘হিন্দু ধর্মের জয় হোক’ স্লোগানও। চলে পুজোপাঠও।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ‘ রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে। তারা মাদ্রাসার তালা ভেঙ্গে, সিঁদুর ছিটিয়ে দেয় এবং প্রার্থনাও করে। এরপরই পুলিসকে জানানো হয়েছে ঘটনার বিষয়ে।’ এদিকে ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। একজন প্রত্যক্ষদর্শী নিজের মোবাইল ফোনে ঘটনাটি ক্যামেরা বন্দি করে রাখেন। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদল যুবক ‘জয় শ্রী রাম’ এবং ‘হিন্দু ধর্মের জয়’ স্লোগান দিতে দিতে মাদ্রাসার সিঁড়িতে গিয়ে দাঁড়ায়। এরপর এক কোণায় দাঁড়িয়ে তারা পুজো দেয়।

 

ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে বিদার পুলিস। আরও অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। বিদারের বেশ কয়েকটি মুসলিম সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং অপরাধীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে। শুক্রবার জুম্মার নামাজের পর ব্যাপক বিক্ষোভ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক টানাপোড়েনও। এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) এই ঘটনার জন্য সরাসরি কর্ণাটকের বিজেপি সরকারকে তোপ দেগেছেন। ওয়াইসির প্রশ্ন তোলেন, ‘মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই (Bsabraj Bommai) কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে দিলেন? বিজেপি (BJP) এই ধরনের ঘটনায় উসকানি দিচ্ছে শুধু মুসলিমদের অবমাননা করার জন্য।’ টুইটের সঙ্গে ঘটনার ভিডিও-ও জুড়ে দিয়েছেন ওয়েইসি। এই ঘটনার প্রতিবাদ করেছে স্থানীয় কংগ্রেস এবং জেডিএস নেতৃত্বও।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর