বাংলাহান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার পর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি তাদের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট এর উপর সুদের হার বৃদ্ধি করেছে। এছাড়াও বহু ব্যাংক নতুন ফিক্সড ডিপোজিট স্কিম শুরু করেছে। দেশের অন্যতম পুরনো ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকও দুই কোটি টাকার কম সঞ্চয়ের উপর বৃদ্ধি করেছে সুদের হার।
ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে এই নতুন নিয়ম গত ১৯শে ডিসেম্বর ২০২২ থেকে প্রযোজ্য হয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক ৫৫৫ দিনের একটি নতুন ফিক্সড ডিপোজিট প্ল্যান লঞ্চ করেছে। এই স্কিমের নাম দেওয়া হয়েছে ‘IND SHAKTI 555 DAYS।’ এই ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, ৫৫৫ দিনের জন্য ইন্ডিয়ান ব্যাংকে কেউ যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে তিনি বার্ষিক ৭ শতাংশ হারে সুদ পাবেন।
অন্যদিকে, সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১৫ শতাংশ সুদ। এই স্কিমে কমপক্ষে পাঁচ হাজার টাকা দিয়ে বিনিয়োগ করা যেতে পারে। অন্যদিকে, ইন্ডিয়ান ব্যাঙ্ক ২.৮০ % হারে সুদ দিচ্ছে ৭ থেকে ২৯ দিনের স্কিম গুলিতে। কেউ যদি ৩০ থেকে ৪৫ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে টাকা জমা করেন তাহলে তিনি পাবেন বার্ষিক ৩ শতাংশ সুদ। ৩.২৫ শতাংশ হারে বার্ষিক সুদ পাওয়া যাচ্ছে ৪৬ থেকে ৯০ দিনের স্কিম গুলিতে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক ৪.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে নয় মাস থেকে এক বছরের কম সময়ের স্কিম গুলিতে। এক বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাবে ৬.১০ শতাংশ হারে। ৬.২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে তিন থেকে পাঁচ বছরের মধ্যের স্কিম গুলিতে। ৬.১ শতাংশ হারে সুদ মিলছে পাঁচ বছরের বেশি সময়ের ফিক্সড ডিপোজিট স্কিম গুলিতে। এছাড়াও এই ব্যাংক তাদের সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য ১০ কোটি টাকা পর্যন্ত এফডিতে সাধারণ রেটের চেয়ে অতিরিক্ত ০.৫% সুদ দিচ্ছে।