কাশ্মীরে চাকরি করা ৫৬ পন্ডিতের তালিকা প্রকাশ লস্কর-ই-তৈবার! দেওয়া হল হত্যার হুমকি, উদ্বেগে প্রশাসন

বাংলাহান্ট ডেস্ক : ক্রমেই আতংকের মেঘ ঘনিয়ে উঠছে কাশ্মীরের আকাশ জুড়ে। জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবা (Laskar-e-Taiba) এবার হাতে পেল কাশ্মীরে বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত হিন্দু পন্ডিতদের (Kashmiri Pandit) নামের তালিকা। এবং এর পরই হুমকি দেয়া শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জঙ্গি গোষ্ঠী দ্বারা পরিচালিত একটি ব্লগ চ্যানেলে এই তালিকা প্রকাশ করা হয়েছে। বিজেপি এই পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছে বলে জানা যাচ্ছে।

জম্মু কাশ্মীরের প্রশাসন সূত্রে খবর, টিআরএফ বা দ্যা রেসিস্টেন্ট ফ্রন্ট নামে একটি সংস্থা তাদের ব্লগ চ্যানেলে এই তালিকা প্রকাশ করে। টিআরএফ জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবা নিয়ন্ত্রণ করে। জানা যাচ্ছে, এই তালিকায় মোট ৫৬টি নাম আছে। এই প্রত্যেকটি নামই প্রধানমন্ত্রী পুনর্বাসন সুবিধায় কাশ্মীরে কর্মরত। বিজেপি মুখপাত্র আলতাফ ঠাকুর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই পুলিসি তদন্তের আবেদন জানান আলতাফ ঠাকুর। তিনি বলেন, ‘পুলিস এই মুহুর্ত থেকে তদন্ত শুরু করুক। তাঁরা খুঁজে দেখুন এই তালিকা লস্কর ই তৈবার হাতে গেল কেমন করে? পুলিসের উচিত কাশ্মীরি পন্ডিত পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা সুরক্ষিত করা।’ জানা যাচ্ছে, তৎপরতা শুরু হয়েছে কাশ্মীরের পুলিস বিভাগেও। প্রত্যেক সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে উপর মহল থেকে।

টিআরএফ তাদের ব্লগে দাবি করে এই ৫৬ জন পন্ডিতের জায়গা কাশ্মীর নয়। প্রধানমন্ত্রী পুর্নবাসন প্রকল্পে ৬০০০ ফ্ল্যাট তৈরি হয়েছে কাশ্মীরে। এই ফ্ল্যাটগুলিতে কাশ্মীরি পন্ডিতদের রাখা হবে। এই ঘটনাকে টিআরএফ মানবে না বলেই দাবি করেছে। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে কাশ্মীরে টার্গেট কিলিং-এর সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে গেছে। জানা যাচ্ছে, প্রাণ ভয়ে আবারও কাশ্মীরি পন্ডিতরা পালিয়ে যেতে চাইছেন কাশ্মীর ছেড়ে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর