বাংলাহান্ট ডেস্কঃ প্রাকৃতিক বিপর্যয়ের পর এবার সেই ক্ষতিপূরণ পেতে চলেছে বাংলা। শুধু বাংলাই (West Bengal) নয়, সেইসঙ্গে মোট ৬ টি রাজ্যকে আর্থিক সহায়তা করার সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, ৬ টি রাজ্যকে মোট ৩০৬৩.২১ কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে।
জানা গিয়েছে এই ইয়াস বিধ্বস্ত রাজ্যগুলির তালিকায় বাংলা ছাড়াও নাম রয়েছে অসম (Assam), গুজরাট (Gujarat), কর্ণাটক (Karnataka), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরাখণ্ডের (Uttarakhand)। এর মধ্যে ইয়াস (Yaas) বিধ্বস্ত বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ৫৮৬.৫৯ কোটি টাকা।
এই কাজের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটিই এই বিষয়ের জন্য বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে। যদিও ইয়াস বিপর্যয়ের সময় ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ডকে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার।
আবার সেইসময় ওড়িশাকে ৫০০ কোটি টাকা দেওয়ার পর বাংলা ও ঝাড়খণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখে ৫০০ কোটি টাকা দেওয়া ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। এবার প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ বাবদ অসম, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডের জন্য টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার। এই তালিকায় রয়েছে ইয়াস বিধ্বস্ত বাংলাও। যেখানে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ৫৮৬.৫৯ কোটি টাকা।