বাংলার হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এর মেগা নিলামে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় অবশেষে ৫৯০ জন ক্রিকেটারকে চূড়ান্ত করা হয়েছে। ১২ এবং ১৩ ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে দুই দিনের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এটি আইপিএলের পঞ্চদশ তম মরশুম অনুষ্ঠিত হবে। বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকারা একত্রিত হবেন মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আলোকিত করে তুলতে। নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে ৭ জন এসোসিয়েট দেশের ক্রিকেটার ও রয়েছেন।
শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, রবি অশ্বিন, মহম্মদ শামি, ইশান কিষাণ, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দরের মতো কিছু সর্বোচ্চ পর্যায়ের ভারতীয় তারকাদের দলে নেওয়ার নিলামের টেবিলে ঝড় উঠবে তা বলাই বাহুল্য। এছাড়া সদ্য দুরন্ত ফর্ম দেখানো শার্দুল ঠাকুর, দীপক চাহার এবং অভিজ্ঞ ইশান্ত শর্মা, উমেশ যাদব প্রভৃতি তারকারাও ভালো দাম পেতে পারেন।
আইপিএল সবসময় একটি টুর্নামেন্ট যেখানে প্রতিভাবান এবং তরুণ তারকাদের প্রমোট করা হয়েছে। তাই ভারতের অনুর্ধ-১৯ তারকা যেমন যশ ধুল, ভিকি ওসওয়াল, রাজবর্ধন হাঙ্গারগেকার এবং কিছু আলোচিত ভারতীয় ক্রিকেটার যেমন দেবদত্ত পাডিক্কল, হর্ষল প্যাটেল, ক্রুনাল পান্ডিয়া, শাহরুখ খানকে নিয়েও নিলামে ঝড় উঠবে।
মোট ৩৭০ জন ভারতীয় খেলোয়াড় এবং ২২০ জন বিদেশী খেলোয়াড় বেঙ্গালুরুতে সেই বহুপ্রতিক্ষিত আইপিএল ২০২২ প্লেয়ার নিলাম উঠবেন। যার মধ্যে আইসিসি অ্যাসোসিয়েট দেশ থেকে সাতজন রয়েছেন। এছাড়া সবচেয়ে বেশি ক্রিকেটার যে দেশ থেকে নিলামে উঠবেন সেই দেশটি হল অস্ট্রেলিয়া (৪৭)।