চীনা কোম্পানিকে সরাসরি না! ভারতে 5G পরিষেবা দেওয়ার আগে বড় সিদ্ধান্ত নিল Jio-Airtel

বাংলাহান্ট ডেস্ক : সারা দেশজুড়ে শুরু হয়ে গেছে 5G স্পেকটার্ম নিলামের প্রক্রিয়া। ইতিমধ্যেই Airtel, Jio তরফে এই বছরকে টার্গেট করে 5G পরিষেবা শুরু করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে 5G নেটওয়ার্কের পরিকাঠামো তৈরি করার জন্য দুটি ভারতীয় টেলিকম সংস্থাই চিনা কোম্পানিগুলোর কাছ থেকে কোনরকম সাহায্য নিচ্ছে না। এমনকি, Huawei ও ZTE -র মতো চিনা কোম্পানির কাছ থেকে কোন রকম যন্ত্রাংশ না কেনার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। চিনা কোম্পানিগুলোর কাছে সাহায্যপ্রার্থী না হলেও 5G নতুন নেটওয়ার্ক তৈরি করার জন্য পশ্চিমী কোম্পানিদের সাহায্য নিতে চলেছে এয়ারটেল ও রিলায়েন্স জিও।

সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্ট সূত্রে খবর, 5G যন্ত্রাংশের জন্য Airtel ও Jio ইতিমধ্যেই চুক্তি করে ফেলেছে Nokia, Erricsson ও Samsung এর সঙ্গে। ভারতে 5G নেটওয়ার্ক প্রসারের ক্ষেত্রে ফিনল্যান্ডের কোম্পনি Nokia, সুইডেনের কোম্পানি Ericsson ও দক্ষিণ কোরিয়ার কোম্পানি Samsung Airtel ও Jio -কে যন্ত্রাংশ সরবরাহ করবে বলেই জানা গিয়েছে। এছাড়াও ভারতে 5G নেটওয়ার্কের বিস্তারে একটি ইউরোপীয় সংস্থার সঙ্গে কথা বলছে Vi।

   

সূত্রের খবর, এই প্রথম কোন ইউরোপীয় সংস্থা টেলিকম যন্ত্রাংশ সরবরাহের ক্ষেত্রে আম্বানিদের Jio-কে সাহায্য করবে। এদিকে Samsung প্রথমবার টেলিকম যন্ত্রাংশ সরবরাহ করতে চলেছে Airtel-কে।দীর্ঘদিন ধরে Nokia ও Ericsson -এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরেও দ্রুত 5G নেটওয়ার্ক তৈরিতে এবার Airtel চুক্তি করতে চলেছে Samsung-এর সঙ্গেও।

যদিও এখনও পর্যন্ত 5G যন্ত্রাংশের জন্য পার্চেস অর্ডার প্লেস করেনি Airtel ও Jio। তবে, মনে করা হচ্ছে 5G নিলাম প্রক্রিয়া শেষ হলেই এই অর্ডার দিয়ে দেবে দুই ভারতীয় সংস্থা। তবে, প্রথমে শুধুমাত্র দেশের বড় শহরগুলিতেই Vi-র 5G পরিষেবা লঞ্চ হতে পারে বলেই ওয়াকিবহাল মহলের অনুমান।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর