সুখবর! নতুন বছরেই ভারতে আসছে 5G, এই ১৩টি শহরে বিদ্যুৎ গতিতে চলবে ইন্টারনেট

বাংলা হান্ট ডেস্কঃ ওমিক্রন আতঙ্কের মাঝে নতুন বছর শুরু হতে চললেও, এক খুশির বার্তা নিয়ে আসছে ২০২২ সাল। টেলিকমিউনিকেশন বিভাগ (Department of Telecommunications) জানিয়েছে, নতুন বছর থেকেই দেশের কয়েকটি শহরে শুরু হতে চলেছে 5G ইন্টারনেট পরিষেবা।

জানা গিয়েছে, 5G পরিষেবার প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে ২০২১-এর ৩১ ডিসেম্বরের মধ্যেই। এর জন্য খরচ হবে প্রায় ২২৪ কোটি টাকা। ইতিমধ্যেই মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো এই বিষয়ের উপর পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে।

99832 5g

5G পরিষেবা নিয়ে কাজ শুরু করে দিয়েছে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং রিলায়্যান্স জিও। এই পরিষেবার কারণে গত ৩৬ মাস ধরে যৌথ ভাবে কাজ শুরু করেছে IIT বম্বে, IIT দিল্লি, IIT হায়দরাবাদ, IIT মাদ্রাস, IIT কানপুর এবং IISc বেঙ্গালুরু।

সূত্রের খবর, ২০২২ সাল থেকেই দিল্লী, মুম্বই, কলকাতা, চেন্নাই, গুরুগ্রাম, হায়দরাবাদ, লখনউ, পুনে, গান্ধীনগর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, জামনগর, আহমেদাবাদে শুরু হতে পারে 5G পরিষেবা। স্পেকটার্ম নিলাম হতে পারে ২০২২ সালের মার্চ মাসে। এই পরিষেবা একবার চালু হয়ে গেলে, ইন্টারনেট ডেটা স্পিড বেশকিছুটা বেড়ে যাবে। আর সেইদিকেই আকর্ষিত হবে ইন্টারনেট ব্যবহারকারীরা।

Smita Hari

সম্পর্কিত খবর