দীর্ঘ প্রতীক্ষার অবসান! ১ অক্টোবর থেকেই দেশে শুরু হতে চলেছে 5G, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল! এমনিতেই 5G স্পেকট্রাম (5G Spectrum) নিলাম সম্পন্ন হওয়ার পর থেকেই দেশজুড়ে এই পরিষেবা শুরু হওয়া নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছিল। পাশাপাশি, টেলিকম সংস্থাগুলির মধ্যেও চরম তৎপরতা চোখে পড়ে। এমতাবস্থায় জানা গিয়েছে যে, আগামী ১ অক্টোবর থেকেই দেশে 5G পরিষেবা (5G Service) শুরু হতে চলেছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী ১ অক্টোবর সম্পন্ন হওয়া ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে এই পরিষেবা চালু করবেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই সরকারের ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন আজ টুইট করে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, ভারতের ডিজিটাল ট্রান্সফরমেশন এবং কানেক্টিভিটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ার বৃহত্তম টেকনোলজি প্রদর্শনী ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে ভারতে 5G পরিষেবা চালু করবেন।

ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে হবে এই মেগা লঞ্চ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইন্ডিয়া মোবাইল কংগ্রেসকে এশিয়ার বৃহত্তম টেলিকম, মিডিয়া এবং প্রযুক্তি ফোরাম হিসাবে বিবেচনা করা হয়। পাশাপাশি টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) এবং সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) যৌথভাবে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসকে সংগঠিত করে। এমতাবস্থায় বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, 5G টেকনোলজি চালু হলে ভারত অনেক উপকৃত হবে। পাশাপাশি, মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের প্রতিনিধিত্বকারী বিশ্বব্যাপী শিল্প সংস্থা অনুমান করছে, এটি ২০২৩ এবং ২০৪০-এর মধ্যে ভারতীয় অর্থনীতিতে ৩৬.৪ ট্রিলিয়ন টাকা বা ৪৫৫ বিলিয়ন ডলারের লাভ প্রদান করবে।

5G পরিষেবার ফলে কি কি সুবিধা মিলবে: পঞ্চম প্রজন্মের অর্থাৎ 5G টেলিযোগাযোগ পরিষেবার মাধ্যমে, উচ্চ মানের দীর্ঘ ভিডিও বা সিনেমা মোবাইল এবং অন্যান্য ডিভাইসে কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড করা যাবে। পাশাপাশি, এটি এক বর্গকিলোমিটারে প্রায় এক লক্ষ কমিউনিকেশন ডিভাইসকে সাপোর্ট করবে। এছাড়াও, 5G পরিষেবাতে ডেটা পাঠানো এবং গ্রহণের গতি আগের চেয়ে দ্রুততর হতে চলেছে।

5G 1 1

সর্বোপরি, এই পরিষেবার মাধ্যমে 3D হলোগ্রাম কলিং, মেটাভার্স অভিজ্ঞতা এবং শিক্ষাগত অ্যাপ্লিকেশনগুলিকে পুনরায় সংজ্ঞায়িত করা যেতে পারে। এদিকে, ভারতীয় গ্রাহকরা শীঘ্রই নির্বাচিত শহরগুলিতে 5G পরিষেবা পেতে শুরু করবেন। পাশাপাশি মনে করা হচ্ছে যে, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে এই পরিষেবার ব্যাপক বিস্তার দেখা যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর