শেষমেশ 5G আনছে Vi! প্রকাশ্যে এল দিনক্ষণ, খুশির হাওয়া গ্রাহকদের মনে

বাংলাহান্ট ডেস্ক : আলোর গতিবেগে মানুষের সভ্যতা এগিয়ে চলছে। যত দিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি। একটা সময় ছিল যখন যোগাযোগের প্রধান মাধ্যম ছিল টেলিফোন। কিন্তু তারপর বাজারে আসে মোবাইল ফোন। ছোট্ট এই ডিভাইস পকেটে নিয়ে ঘোরা যায় যে কোনও জায়গায়। প্রথমদিকে এই মোবাইল ফোনে শুধুমাত্র কথা বা শর্ট মেসেজ আদান প্রদান করা যেত।

কিন্তু সময় যত এগিয়েছে ততই উন্নত হয়েছে এই মোবাইল। টু জি, থ্রি জি, ফোর জি, পেরিয়ে এখন মোবাইল পরিষেবা ৫ জি যুগে পৌঁছেছে। ফাইভ-জি পরিষেবায় আরো দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। কিছুটা হলেও দেরিতে এই ফাইভ-জি পরিষেবা শুরু হয়েছে ভারতে।

ভারতের প্রধান দুই টেলিকম জায়েন্ট রিলায়েন্স জিও ও এয়ারটেল ইতিমধ্যেই বেশ কিছু শহরে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি পরিষেবা লঞ্চ করেছে। কিন্তু এখনো পর্যন্ত ভোডাফোন আইডিয়া আরম্ভ করতে পারেনি ফাইভ জি পরিষেবা। তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই ফাইভ-জি জগতে পা রাখতে চলেছে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)।

একটা সময় ছিল যখন ভারতের অন্যতম বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ছিল ব্রিটিশ কোম্পানি ভোডাফোন। কিন্তু পরবর্তীতে ব্যবসায় অনেকটাই পিছিয়ে পড়ে তারা। টেলিকম বাজারে শীর্ষস্থান দখল করে রিলায়েন্স জিও। এরপর ভোডাফোন আদিত্য বিড়লার টেলিকম সংস্থা আইডিয়ার সাথে যৌথভাবে ব্র্যান্ডিং করে ব্যবসা শুরু করে।

IMG 20211008 160220

তবে জানা যাচ্ছে আগামী জুন মাসের মধ্যে অর্থ সংগ্রহ করে ভোডাফোন আইডিয়া ৫জি পরিষেবা আনার তোড়জোড় শুরু করে দেবে। ইতিমধ্যেই এই মোবাইল সংস্থাটি দেশের শীর্ষ ব্যাংক গুলির সাথে আলোচনা সেরে ফেলেছে। এরফলে নাকি তাদের অর্থের সমস্যা মিটেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাস থেকেই হয়তো বাজারে লঞ্চ হতে পারে ভোডাফোন আইডিয়ার ফাইভ জি পরিষেবা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর