দেশে দ্রুত শুরু হতে চলেছে 5G ইন্টারনেট পরিষেবা! বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনার ভয়ঙ্কর রূপের মাঝেই ‘আত্মনির্ভর ভারতের’ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও ‘মেড ইন ইন্ডিয়া’ প্রসঙ্গেও সদিচ্ছার কথা প্রকাশ করেন তিনি আর এবার সেই আত্মনির্ভরতার পথে আরো বেশ কিছুটা অগ্রসর হলো ভারত। ভারত যে নিজেদের টেকনোলজি এবং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে গোটা বিশ্বের দরবারে নিজেদের প্রতিষ্ঠা করবে, সে বিষয়ে একাধিকবার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভা দ্বারা 5g স্পেক্ট্রাম ব্যবস্থার নিলাম অনুমোদন করা হয়েছে বলে খবর। ফলে গোটা দেশজুড়ে 5g পরিষেবা খুব দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ তাঁর এই ঘোষণা গোটা দেশজুড়ে খুশির বাতাবরণ সৃষ্টি করে।

জানা গিয়েছে, 72 গিগাহার্জের চেয়েও বেশি স্পেক্ট্রাম যুক্ত এই পরিষেবা 4g-র চেয়ে প্রায় 10 গুণ দ্রুত গতিতে কাজ করবে এবং এটি 20 বছরের জন্য নিলাম করা হবে। সূত্রের খবর, এই নিলামে রিলায়েন্স জিও, এয়ারটেল কোম্পানি (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone idea)-র মতো কোম্পানি গুলি অংশগ্রহণ করতে চলেছে। স্বভাবতই এই প্রযুক্তি শুরু হওয়ার মাধ্যমে ভারতীয় টেকনোলজির আরও অগ্রগতি ঘটবে বলে মত বিশেষজ্ঞদের।

d25dc6e17ff41a8b355e87ebaf4d52a9

জানা গিয়েছে, আগামী 26 শে জুলাই গোটা দেশজুড়ে এই 5g স্পেক্ট্রাম ব্যবস্থার নিলাম অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে অংশগ্রহণ করবে বহু বড় বড় কোম্পানি সমূহ। ফলে আগামীতে যে ভারত টেকনোলজির মাধ্যমে গোটা বিশ্বকে তাক লাগাতে সক্ষম হবে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এখন এই বহু প্রতীক্ষিত 5g পরিষেবা শুরু হওয়ার দিকেই তাকিয়ে রয়েছে সকল দেশবাসী।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর