বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) বৃদ্ধির মরসুম। একের পর এক সরকারি কর্মীদের (Government Employees) বাড়ছে ডিএ। উৎসবের মধ্যেই এবারে মহার্ঘ ভাতা বাড়ল আইএএস, আইপিএস এবং আইএফএস আধিকারিকদের। সম্প্রতি রাজ্য সরকার তরফে তাদের ডিএ বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছে। এর আগে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পেতেন তারা। বর্তমানে আরও তিন শতাংশ ডিএ বৃদ্ধি পেল।
জানিয়ে রাখি, কেন্দ্রের দেখানো পথে হেঁটে মধ্যপ্রদেশ সরকার আইএএস, আইপিএস অফিসারদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এবারে থেকে তারা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন। তবে মধ্যপ্রদেশের অন্যান্য রাজ্য সরকারি কর্মীরা এখনও পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পান, তাদের জন্য সপ্তম পে কমিশন কার্যকর হয়নি।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মরত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতাও ৪ শতাংশ হারে বাড়ছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর মাসের বকেয়া ডিএ হাতে পাবেন এই সকল সরকারি কর্মীরা।
এর আগে মধ্যপ্রদেশের সরকারি কর্মীরা ৪৬ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। এবারে আরও চার শতাংশ বৃদ্ধি পেল। অর্থাৎ এবারে থেকে রাজ্য সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাবেন। যদিও এতে মনে ক্ষোভ রয়েছে এই সকল সরকারি কর্মীদের। কারণ স্পষ্ট, যেখানে মধ্যপ্রদেশে কর্মরত সপ্তম বেতন কমিশনের অধীনে থাকা কর্মচাীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হারে ডিএ পাচ্ছেন সেখানে অন্য সকল রাজ্য সরকারি কর্মীরা তিন শতাংশ কম ডিএ পাচ্ছেন।
আরও পড়ুন: অবশেষে বাড়ল DA, কত শতাংশ? রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি বিজ্ঞপ্তি
প্রসঙ্গত, সম্প্রতি নিজের সরকারি কর্মীদের ডিএ (, Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র। ফের তিন শতাংশ বাড়ানো হয়েছে সরকারি কর্মীদের ডিএ। যার ফলে এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পৌঁছেছে ৫৩ শতাংশে। এদিকে আবার একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে চলতি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠকে। যদিও এই নিয়ে সরকার তরফে এখনও কিছু বলা হয়নি।
‘নবান্ন জ্বালিয়ে দাও’, সংযুক্তা রায়ের নামে দায়ের মামলা, এবারে বড় নির্দেশ দিল হাইকোর্ট