অপেক্ষার অবসান! বাড়ল DA, কত শতাংশ? অবশেষে বড় ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধি (Dearness Allowance / DA Hike) করেছে কেন্দ্র সরকার। আগে সপ্তম পে কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রের সরকারি কর্মীরা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৩%। তবে এখনও কেন্দ্রের বহু কর্মী আছেন যারা পঞ্চম বা ষষ্ঠ বেতন কমিশনের অধীনেই বেতন পাচ্ছেন। এবার সেই সকল কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারের অধীনস্ত যে সকল কর্মীরা পঞ্চম বেতন কমিশনে অধীনে বেতন পান, সম্প্রতি তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। ১২ শতাংশ হারে তাদের ডিএ বাড়ানো হয়েছে। আগে ৪৪৩ শতাংশ হারে ডিএ পেতেন এই সকল কর্মীরা (Government Employees)। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৫৫ শতাংশ।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত ১ জুলাই থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে। অর্থাৎ, এবারে টানা কয়েক মাসের বকেয়া ডিএ-ও পাবেন এই সকল কর্মীরা। এদিকে ডিএ বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা কর্মীদেরও। জানিয়ে রাখি, সম্প্রতি তাদের ডিএ ৭ শতাংশ বাড়িয়ে ২৪৬ শতাংশ করা হয়েছে। ফলে বছর শেষে স্বাভাবিকভাবেই খুশি এই সকল সরকারি কর্মীরা।

প্রসঙ্গত, দীপাবলির আগেই সপ্তম পে কমিশনের অধীনে থাকা সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তিন শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল সেই সময়। এদিকে কেন্দ্রের পর সেই পথে হেঁটে একাধিক রাজ্যও ডিএ বাড়িয়েছে সাম্প্রতিককালে। তবে পশ্চিমবঙ্গ সরকারি এখনও সেই রকম কিছু ঘোষণা করেনি। এখনও ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা।

dearness allowance

আরও পড়ুন: ফের সুখবর! ভাতা বাড়ল রাজ্যের এই কর্মচারীদের, বিজ্ঞপ্তি জারি করল নবান্নের অর্থ দপ্তর

এদিকে ফের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকার। নিয়ম করে বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে ফের ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তারপর বাড়বে জুলাই মাসে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, জানুয়ারিতে সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৪ শতাংশ হতে পারে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর