বাংলাহান্ট ডেস্ক : লখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence) স্মৃতিকে উস্কে দিলো গুজরাট। এবার এক কংগ্রেস বিধায়কের জামাইয়ের SUV গাড়ি পিষে দিল ৬ জনকে। গুজরাটের (Gujarat) আনন্দে (Anand) ঘটল এই মর্মান্তিক ঘটনা। মৃতদের মধ্যে তিন জন মহিলা। এর জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলো। তাই এই ভয়ঙ্কর ঘটনা।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সোজিত্রা গ্রামের কাছে রাজ্য সড়কে কংগ্রেস (Congress) বিধায়ক পুনমভাই মাধবভাই পারমারের জামাই কেতন পাধিয়ারের গাড়ি একটি অটো ও বাইককে পরপর ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৪ জন অটোর যাত্রী এবং বাকি দু’জন বাইক আরোহী। মৃতদের মধ্যে তিনজন মহিলা। জানা যাচ্ছে, সকলেই সোজিত্রা ও বোরিয়াভি গ্রামের বাসিন্দা বলে। আহত গাড়ির চালকও। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তার।
গুজরাট পুলিশ (Gujarata Police) সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনার আগে গাড়িটি মারাত্মক গতিতে দৌড়চ্ছিল। গাড়ির ছিল মদ্যপ অবস্থায়। অতিরিক্ত গতির কারণে হঠাৎই নিয়ন্ত্রণ হারায়। প্রথমে অটোতে তারপর বাইকে সজোরে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, কংগ্রেস বিধায়কের জামাইকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা রজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দোষারোপের পালা। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ট্যুইট করে বলেন, ‘এটাই হলো কংগ্রেসের আসল চেহারা।’
গুজরাটের এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিলো লখিমপুর খেরির ঘটনাকে। প্রসঙ্গত, গতবছর ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল কৃষক। তাঁদের উপর দিয়ে SUV চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। সেই সময় এই ঘটনায় রীতিমতো কোণঠাসস অবস্থা হয় বিজেপির। সেই ঘটনারই এবার পুনরাবৃত্তি হলো কংগ্রেসের হাতে।