নির্বাচনের আগেই জনসমর্থনের জোয়ার, কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিলেন ৬ প্রাক্তন পৌরপ্রতিনিধি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আসন্ন পৌরসভা নির্বাচনের আগেই বড়সড় রদবদল মহারাষ্ট্রের। কল্যাণ-ডম্বিভালি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালওয়া, খারেগাঁও এবং ভিতাওয়ার ছয়জন প্রাক্তন নির্বাচিত পৌরপ্রতিনিধি কংগ্রেস ছেড়ে যোগ দিলেন শিবসেনায় (Shiv Sena)। বৃহস্পতিবার একনাথ শিন্ডের উপস্থিতিতে শিবসেনা শিবিরে যোগ দেন তাঁরা। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী নেত্রী প্রমীলা মুকুন্দ কেনি এবং এনসিপি (এসপি) যুবনেতা মন্দার মুকুন্দ কেনিও এদিন যোগ দেন শিবসেনায়।

শিবসেনায় (Shiv Sena) যোগ দিলেন ছয় প্রাক্তন পৌরপ্রতিনিধি

জানা যাচ্ছে, খুব শীঘ্রই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মহারাষ্ট্রে। তার আগেই এত বড় রদবদলে থানেতে অবস্থান আরো শক্ত হল শিবসেনার (Shiv Sena)। সেই সঙ্গে এনসিপি (এসপি) এবং বিধায়ক জিতেন্দ্র আওহাদও পেয়েছেন বড় ধাক্কা।

6 former corporates joined shiv sena

কারা যোগ দিলেন শিবসেনায়: যেমনটা জানা যাচ্ছে, শিবসেনায় (Shiv Sena) যাঁরা যোগ দিয়েছেন তাঁরা হলেন প্রাক্তন থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী নেতা মিলিন্দ পাতিল, মানালি পাতিল, মহেশ সালভি, মনীষা সালভি, সুরেখা পাতিল এবং সচিন মাত্রে। পার্টির পতাকা হাতে নিয়ে শিবসেনায় (Shiv Sena) যোগ দেন তাঁরা। শিবসেনা সাংসদ নরেশ মাসকে এবং পার্টি সেক্রেটারি রাম রেপালেও উপস্থিত ছিলেন এদিন।

আরো পড়ুন : যুদ্ধ আবহের মাঝেই বড় ঘোষণা বাস মালিকদের, ৩ দিন কলকাতায় বন্ধ থাকবে বাস? ভোগান্তিতে সাধারণ মানুষ

সমর্থন বাড়ছে শিবসেনার: উল্লেখ্য, থানে জেলার বিভিন্ন তালুক থেকে শিবসেনায় (Shiv Sena) যোগ দিচ্ছেন প্রায় শত শত কর্মী। ফলত জনসমর্থনের জোয়ার দেখা যাচ্ছে পার্টিতে। এই মুহূর্তে ১৩১ জন প্রাক্তন টিএমসি নির্বাচিত পৌরপ্রতিনিধিদের মধ্যে ৭৮ জন যুক্ত রয়েছেন শিবসেনার সঙ্গে।

আরো পড়ুন : BREAKING: জম্মুতে ড্রোন হামলা পাকিস্তানের, শহরজুড়ে ব্ল্যাক আউট! ড্রোন গুলি করে নামাল সেনা

সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দেয়, মহারাষ্ট্রে স্থানীয় সংস্থা নির্বাচন অনুষ্ঠিত করতে। ২০২২ সালে বান্থিয়া কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আগে বিদ্যমান শতাংশে ওবিসি সংরক্ষণ নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয় সেখানে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X