ভয়াবহ ভূমিধস! হিমাচল প্রদেশের কুলুতে প্রাণ হারালেন ৬ জন, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৫

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় দুর্ঘটনা হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুলুতে। রবিবার কুলুর গুরুদ্বার মণিকরণ সাহিবের কাছে ভূমি ধসে এবং গাছ পড়ে বড়সড় বিপর্যয় ঘটে যায়। এই দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন বলে খবর। পুলিশ এবং জেলা প্রশাসনের উদ্ধারকারী দল আহতদের স্থানীয় কমিউনিটি হাসপাতালে স্থানান্তরিত করেছে।

হিমাচলের (Himachal Pradesh) কুলুতে ভূমিধসে বড় দুর্ঘটনা

সংবাদ মাধ্যম সূত্রে খবর, কুলুর (Himachal Pradesh) বিধায়ক জানান, মণিকরণ গুরুদ্বারের কাছে একটি গাছ উপড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ঝড় এবং ভূমি ধসের জেরে গুরুদ্বারের বিপরীতে পাহাড়ের একটি গাছ উপড়ে পড়ে। কর্মকর্তারা জানান, রাস্তায় পার্ক করা কয়েকটি গাড়ির উপরে গাছটি পড়ে। তার ফলেই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ, মেডিকেল টিম এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন বলে খবর। হাসপাতালে নিয়ে আসা হচ্ছে আহতদের।

6 people died in Himachal Pradesh land slide

শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর: এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হিমালয় প্রদেশের (Himachal Pradesh) মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারকে সমস্ত রকম সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি জেলা প্রশাসনকে। পাশাপাশি আহতদের চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না থাকে তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরো পড়ুন : নির্বাচনের আগে বড় চমক! কাকে করা হবে বিহারের মুখ্যমন্ত্রী? ইঙ্গিত দিলেন স্বয়ং অমিত শাহ

মাসের শুরু থেকেই বিপর্যয়: প্রসঙ্গত, মার্চের শুরুতে ভারী বৃষ্টি এবং তুষারপাতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। বেশ কিছু অংশে স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হয়েছিল। ভূমি ধসের জেরে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল। কাংড়া জেলার রোকারুতে মেঘভাঙা বৃষ্টিতে বিশাল ভূমিধস সৃষ্টি হয়। তাতে বেশ কয়েকটি বাড়ি, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরো পড়ুন : দুই স্ত্রী, তিন সন্তান, রয়েছে এক প্রেমিকাও! আমিরের সম্পত্তির পরিমাণ কত জানেন?

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে পুনর্নির্মাণের কাজও চলছে। পালামপুরের শিবা জলবিদ্যুৎ প্রকল্পের কাছে এক নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলেও খবর।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X