বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলের নিলাম শেষ হয়েছে। ১০ টি দলই নিজেদের প্রয়োজনমতো দল গুছিয়ে নিয়েছে। চলতি আইপিএলে বাঙালি ক্রিকেটারদের আকাল ফের একবার দেখা দিয়েছে। আড়াইশোর বেশি ক্রিকেটার এই নিলামে উঠেছিলেন যার মধ্যে মাত্র ৬ জন ছিলেন বাঙালি। মোট ৫৯০ জনের নিলামের তালিকায় বাংলার হয়ে ক্রিকেট খেলেন এমন ১৫ জনের নাম ছিল। কিন্তু প্রত্যেকের নিলামে উঠা হয়নি।
আসন্ন আইপিএলের জন্য বাংলা দলের ৬ জনকে নিলামে তোলা হয়েছিল এবং ৬ জনই দল পেয়েছেন। ঋত্বিক রয় চৌধুরী বা মনোজ তিওয়ারির মতো ক্রিকেটারদের নামই ওঠেনি নিলামে। বাংলা থেকে যে ৬ জন দল পেয়েছেন তারা হলেন ঋদ্ধিমান সাহা, শাহবাজ আহমেদ, ঈশান পোরেল, ঋত্বিক চ্যাটার্জি, মহম্মদ শামি, আকাশদীপ সিং।
তবে এর মধ্যে একজনকেও কলকাতা নাইট রাইডার্স দলে নেয়নি। নিলামে ওঠা কোনও বাঙালি ক্রিকেটারকে তারা দলে নেওয়ার চেষ্টাও করেনি। আগের মতোই এই নিয়ে বিতর্ক অব্যাহত। একনজরে দেখে নেওয়া বাংলার কে কোন দলে জায়গা পেয়েছেন:
ঋদ্ধিমান সাহা: গুজরাট টাইটান্স
আকাশদীপ সিং: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ঋত্বিক চ্যাটার্জি: পাঞ্জাব কিংস
মহম্মদ শামি: গুজরাট টাইটান্স
শাহবাজ আহমেদ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ঈশান পোরেল: পাঞ্জাব কিংস