শুধু রাষ্ট্রপতিই হলেন না, ৬ টি অনবদ্য রেকর্ডও গড়েলেন দ্রৌপদী মুর্মু, জেনে নিন কী কী?

বাংলাহান্ট ডেস্ক : তৈরি হলো ইতিহাস। নতুন রাষ্ট্রপতি (President of India) পেল ভারত। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন এনডিএ (NDA) মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ভোটের মূল্যায়ন করা হলে বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) প্রায় ৩ লক্ষেরও বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন দ্রৌপদী। তবে শুধু জয়লাভই নয়, এরই সঙ্গে একাধিক নতুন রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি।

১) ওড়িশা থেকে প্রথম রাষ্ট্রপতি : দেশের বেশিরভাগ রাষ্ট্রপতিই দক্ষিণ ভারতের মানুষ। তবে আজ পর্যন্ত ওড়িশা রাজ্য থেকে দ্রৌপদি মুর্মুই প্রথম যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা।

২) প্রথম আদিবাসী রাষ্ট্রপতি : দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। তবে এর আগে দেশ দু’জন দলিত রাষ্ট্রপতি পেয়েছে- একজন কেআর নারায়ণ ও অপরজন সদ্য অবসরপ্রাপ্ত রামনাথ কোবিন্দ। কিন্তু কোনও আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তিকে দেশের সর্বোচ্চ নাগরিকের পদে দেখা এর আগে দেখা যায়নি। শুধু তাই নয় এখনও পর্যন্ত দেশের কোনও প্রধানমন্ত্রী,অর্থমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীও আদিবাসী সম্প্রদায় থেকে নির্বাচিত হননি। এবার তাই ইতিহাসই তৈরি করে ফেললেন দ্রৌপদী মুর্মু।

৩) কনিষ্ঠতম রাষ্ট্রপতি : ভারতের এখনও পর্যন্ত কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসাবেও নাম এসে গেল দ্রৌপদী মুর্মুর। ১৯৫৮ সালের ২০ জুন তাঁর জন্ম। মাত্র ৬৪ বছর বয়সেই তিনি ভারতের সর্বোচ্চ নাগরিক পদে নির্বাচিত হলেন। আগামী ২৫ জুলাই শপথগ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু। সেই সময় তাঁর বয়স হবে ৬৪ বছর ১ মাস ৮ দিন।

এর আগে দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। তিনি ৬৪ বছর ২ মাস ৬ দিনে রাষ্ট্রপতির পদে বসেন।

৪) স্বাধীনতা পর জন্মগ্রহণ করা প্রথম রাষ্ট্রপতি : দ্রৌপদী মুর্মুই ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন, যিনি ভারত স্বাধীনতা গ্রহণের পর জন্মগ্রহণ করেছেন। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও জন্মগ্রহণ করেছিলেন ১৯৪৫ সালে। তার আগে যতজন রাষ্ট্রপতি ছিলেন, সকলেই ১৯৩০ সালেরও অনেক আগে জন্মগ্রহণ করেন।

৫) দেশের প্রথম কাউন্সিলর যিনি রাষ্ট্রপতি হলেন : তাবড় কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন, ছিল না বড় কোনও রাজনৈতিক পদও, একজন কাউন্সিলর পদ থেকেই শুরু হয়েছিল দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক অভিযান। আর আজ তিনিই দেশের প্রথম নাগরিক।

৬) ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি : দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তার আগে প্রতিভা দেবীসিংহ পাটিল প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।


Sudipto

সম্পর্কিত খবর