SSC আবহেই কপাল পুড়লো প্রাথমিক শিক্ষকদের!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম নির্দেশে বাংলায় একধাক্কায় চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক (Teachers)। গত সপ্তাহেই নিয়োগ দুর্নীতির জেরে (SSC Recruitment Scam) এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই নিয়ে এখন উত্তাল রাজ্য-রাজনীতি। চাকরিহারাদের ক্ষোভে ক্রমশ চড়ছে উত্তাপ। এরই মধ্যে এবার শাস্তির মুখে প্রাথমিক শিক্ষকরা (Primary Teacher’s)।

কপাল পুড়লো ৬ প্রাথমিক শিক্ষকের-Teachers

SSC ইস্যুতে উত্তাপের মধ্যেই বারাণসীতে প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু কেন? জানা গিয়েছে, কোনো দুর্নীতি নয়, তবে এদের মধ্যে সকলেই গাফিলতি দিয়ে কাজ করছিল। কেউই সময়মতো বিদ্যালয়ে আসতেন না। ছাত্রছাত্রীদের কোনো রকমে পড়াতেন মাত্র। সেই সব নিয়েই পাহাড়প্রমাণ অভিযোগ জমা পড়েছিল তাদের বিরুদ্ধে।

যাতে এই শিক্ষকরা নিজেদের কাজ সঠিকভাবে পালন করেন সেই নিয়ে আগেই তাদের সতর্ক করা হয়। বেতনও কাটা হয়েছিল পূর্বে। তবে কাজের কাজ হয়নি। এরপর বরখাস্ত করার মত কড়া পদক্ষেপ নেন প্রাথমিক শিক্ষা দফতরের কর্মকর্তা। এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডাঃ অরবিন্দ কুমার পাঠক জানিয়েছেন, কাশী বিদ্যাপীঠের প্রাথমিক বিদ্যালয় নিয়ে অভিযোগ।

তিনি বলেন, এই বিদ্যালয়ে পড়ুয়াদের অভিভাবকরা অভিযোগ করেন, শিক্ষকরা নিয়মিত এবং সময় করে বিদ্যালয়ে আসেন না। অভিযোগ খতিয়ে দেখে ইন্সপেকশনের পর ওই শিক্ষকদের সকলের বেতন বন্ধ করে সতর্ক করা হয়। তবে তাতেও লাভ হয়নি। এরপর অভিযোগের ভিত্তিতে ফের ইন্সপেকশন হয়। শেষমেষ পরিস্থিতি বিচার করে সাসপেন্ড করার মত সিদ্ধান্ত নেওয়া হয়।

teachers

আরও পড়ুন: রবিবার পর্যন্ত বৃষ্টি! দক্ষিণবঙ্গে ঝড়ের পূর্বাভাস, কবে কোন জেলা ভিজবে? আগামী ৪ দিনের আবহাওয়ার আগাম খবর

জানা গিয়েছে সাসপেন্স করার ঘটনার পর রীতিমতো আন্দোলনের পরিস্থিতি সেখানে। তবে কঠোর পদক্ষেপের পর অন্যান্য বিদ্যালয়ে, কাজে অবহেলা করা শিক্ষকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। শিক্ষকদের একাংশ এই পদক্ষেপের বিরোধিতা করে সরব হয়েছেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X