জম্মু কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, নিহত জওয়ান! দেশ রক্ষায় প্রাণ দিল সেনার কুকুর

বাংলা হান্ট ডেস্ক: জম্মু-কাশ্মীরে রাজৌরীতে (Rajouri) সেনা-জঙ্গির লড়াই। এনকাউন্টারে নিহত এক জঙ্গি। সেই এনকাউন্টারে এক জওয়ানকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল সেনার সারমেয়র (Dog)। ৬ বছর বয়সি ওই সারমেয়র নাম ‘কেন্ট’ (Kent)। জানা গিয়েছে, নারোলার রাজৌরির প্রত্যন্ত একটি গ্রামে ‘অপারেশন সুজলিগরা’ অভিযান হয়। প্রশিক্ষণপ্রাপ্ত কেন্ট জঙ্গিদের গন্ধ শুঁকে জওয়ানদের কলামকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। এরপরই জঙ্গিদের ঘাঁটিতে ঢুকে পড়ে ভারতীয় সেনারা। শুরু হয় গুলিবর্ষণ।

সেই সময়ই এক সেনা জওয়ানকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় কেন্টের। এছাড়াও আরও এক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর নাম জাসবিন্দর সিং। মৃত্যু হয়েছে এক জঙ্গিরও (Terrorist)। ওই জঙ্গি পাকিস্তানের বলে জানা গিয়েছে। তাছাড়া আরও দুই সেনা জওয়ান এবং একজন স্পেশাল পুলিশ অফিসার জখম হয়েছেন।

   

এই ঘটনায় জম্মু জোনের অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং বলেন, ‘সোমবার রজৌরির পত্রারা অঞ্চলে দু’জন সন্দেহভাজনের গতিবিধির লক্ষ্য করা যায়। এরপরই অভিযান শুরু হয়। জঙ্গিরা পালিয়ে নারলা গ্রামের দিকে চলে যায়। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু সেখানেই হামলার মুখে পড়ে সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। এই এনকাউন্টারে একজন জঙ্গির মৃত্যু হয়েছে। শহিদ হয়েছেন এক জওয়ান। গুলিবিদ্ধ হয়ে আরও দুই জওয়ান এবং এক স্পেশাল পুলিশ অফিসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

তবে একজন জঙ্গিকে খতম করা গেলেও আর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে মৃত জঙ্গির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে, যেখানে জামাকাপড় সহ আরও বেশ কয়েকটি অস্ত্র পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, নাশকতার ছক কষে পাকিস্তান (Pakistan) থেকে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করেছিল ওই দুই জঙ্গি। পলাতক জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চলছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর