বাংলা হান্ট ডেস্ক: আমেরিকা মেক্সিকো সীমান্ত থেকে উদ্ধার হল এক ভারতীয় শিশু কন্যার দেহ। এই ভারতীয় শিশু কন্যার মা মেয়েকে রেখে অ্যারিজোনা মরুভূমিতে জল আনতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন। প্রায় ২২ ঘণ্টা পর পায়ের ছাপ দেখে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী তাকে উদ্ধার করে। প্রায় চার ঘণ্টা পর ওই মহিলার ৬ বছরের শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকরা জানান প্রচণ্ড গরমে স্ট্রোকে মৃত্যু হয়েছে ওই শিশু কন্যার। জানা গিয়েছে ওই শিশু কন্যার নাম গুরপ্রীত কর।
সন্দেহ করা হচ্ছে বেআইনিভাবে লুকিয়ে আমেরিকায় অনুপ্রবেশ করতে গিয়ে প্রচণ্ড গরমে ক্ষিধে ও তেষ্টায় মৃত্যু হয়েছে গুরপ্রীতের।
বেআইনিভাবে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকায় অনুপ্রবেশের চেষ্টা করছে। বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে পরিবেশগত কারণে অনেকের মৃত্যু হচ্ছে। আমেরিকার অ্যারিজোনা প্রদেশের উত্তাপ বেশি তাই স্বাভাবিকভাবেই মৃত্যু হয় অনেকের।