দ্বিতীয় বিয়েতে ছেলেদের বাধা! অভিমানে বিদ্যুতের খুঁটির উপর উঠে পড়ল ষাটোর্ধ বৃদ্ধ

Published On:

একাকীত্বই সঙ্গী হয়ে উঠুক তা বোধহয় কেউই চায়না। তাই একাকীত্ব কাটাতে অনেকেই অনেকরকম পথ বেছে নেন। তবে ষাটোর্ধ বৃদ্ধের একাকীত্ব দূর করতে বিয়ে করতে চাওয়া ঠিক হাস্যকর মনে হয় না ? সম্প্রতি এমনই ঘটল রাজস্থানের ঢোলপুর জেলার মাধাভাও গ্রামে।

সেখানে এক ষাটোর্ধ বৃদ্ধ বিয়ে করতে চেয়ে বাঁধা পাওয়ায় উঠে পড়লেন হাইভোল্টেজ বৈদ্যুতিক খুঁটির উপর। যা দেখতে রীতিমত ভীড় জমে গ্রামবাসীদের। আপনারা হয়তো ঘটনাটি এখনও ঠেওর করে উঠতে পারলেন না। চলুন জেনে নেওয়া যাক, ষাটোর্ধ বৃদ্ধের এহেন কাণ্ডের পিছনে আসল রহস্যটি কি!

রাজস্থানের ঢোলপুরের মাধাভাও গ্রামের ওই ষাটোর্ধ বৃদ্ধ পাঁচ সন্তান, পুত্রবধূ আর নাতি-নাতনিদের নিয়ে দিন কাটাচ্ছিলেন। স্ত্রীও মারা গেছেন কয়েকবছর হল। এমন সময় তিনি একাকীত্ব অনুভব করেন। তাই ছেলেদের কাছে দ্বিতীয় বিয়ের অনুমতি চায় ‘বৃদ্ধ’ বাবা। তবে তাতে পরিবারের ‘না’। সেখানেই ঘটল বিপত্তি। অভিমানে ১১ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটির উপর উঠে পড়েন ওই বৃদ্ধ। বিয়ে না দিলে ছেলেদেরকে আত্মহত্যার হুমকি দেন। এমনকি তাকে একটি তারে স্পর্শ করতেও দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে।

ততক্ষণে বৃদ্ধের আজব কাণ্ড চাক্ষুষ করতে খুঁটির নীচে ভীড় জমায় গ্রামবাসীরা। ছেলেদের হাজার অনুরোধেও নীচে নামতে নারাজ ‘একাকী বৃদ্ধ বাবা’। শেষে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশে খবর দেয় ছেলেরা। পুলিশ এসে প্রথমে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপর এক যুবক উঠে নীচে নামিয়ে আনে ওই বৃদ্ধকে।

জানা যাচ্ছে, বৃদ্ধের এই আজব কাণ্ডের পিছনে শুধুমাত্র তার একাকিত্বই কারণ। তিনি চান শুধুমাত্র এক জন সঙ্গী। আর তাই তো খুঁটি থেকে নীচে নামিয়ে এনে, কাকে বিয়ে করতে চান জিজ্ঞেস করতেই, তিনি বলেন ‘যাকে খুশি বিয়ে করতে পারি। আমার শুধু এক জন সঙ্গী চাই।’

সম্পর্কিত খবর

X